‘অসাধারণ সাফল্য!’, ভারতের চন্দ্র বিজয়ের প্রশংসা করল পাকিস্তান, পড়শি দেশের মন্তব্য শুনলে গর্বিত হবেন

বাংলা হান্ট ডেস্ক : ভারত চাঁদের মাটি ছুঁয়েছে দিন তিনেক আগেই। এতদিন পর তাঁদের টনক নড়ল। দেরিতে হলেও ভারতের চন্দ্রযানের (Chandrayaan-3) সাফল্যে শুভেচ্ছা জানাল পড়শি দেশ পাকিস্তান (Pakistan)। এক বিবৃতিতে পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র বললেন, ‘অসামান্য বৈজ্ঞানিক সাফল্য, এর জন্য ইসরোর (ISRO) বিজ্ঞানীরা প্রশংসার দাবিদার।’

সাধুবাদ জানাল ইসলামাবাদ : বুধবার সন্ধ্যায় মহাকাশ গবেষণায় ভারতের যুগান্তকারী সাফল্যের পরদিন পাকিস্তানের প্রথম সারির সংবাদপত্রের শিরোনামে ছিল চন্দ্রযানের সফল ল্যান্ডিং। যদিও নিশ্চুপ ছিল সে দেশের সরকার। শেষ পর্যন্ত ভারতের সাফল্যকে সাধুবাদ জানাল ইসলামাবাদ।

Why is Chandrayaan's lander named "Vikram"

 

কী বলল পাক বিদেশ মন্ত্রক? শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জারা বালোচ বলেন, ‘আমি শুধু এটুকুই বলব যে এটা অসামন্য বৈজ্ঞানিক সাফল্য। যার জন্য ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা প্রশংসার দাবিদার।’ পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিকগুলি ধনী দেশগুলির তুলনায় কম বাজেটে কৃতিত্ব অর্জনের জন্য ভারতের প্রশংসা করে ঐতিহাসিক ২৩ আগস্টের পরদিনই। অবশ্য সেদিন পাক সরকার কোনওরকম বিবৃতি দেয়নি।

বুধবার প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে ইসরোর (ISRO) ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। সেই খবর প্রকাশ্যে আসতেই পাকিস্তানের প্রাক্তন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরি বলেছিলেন, ‘ইসরোর জন্য আজ অত্যন্ত গর্বের মুহূর্ত। দেখলাম ইসরোর চেয়ারম্যানের সঙ্গে এই সাফল্য উদযাপন করছেন প্রচুর তরুণ বিজ্ঞানীরা। আসলে তরুণরাই স্বপ্ন দেখে এই বিশ্বকে পালটে দিতে পারে। তাঁদের জন্য অনেক শুভেচ্ছা রইল।’ বিক্রমের ল্যান্ডিংয়ের লাইভ সম্প্রচার হোক পাকিস্তানেও- এমনটাও দাবি করেছিলেন ফাওয়াদ চৌধুরি।

আরও পড়ুন : হার মানবে না রাশিয়া! লুনা-২৫ ব্যর্থ হলেও এবার আরও বড় পদক্ষেপ রাশিয়ার, ফাঁস হল গোপন খবর

কৌতুহলী ছিল মিডিয়াও : ইমরান খান সরকারের এই মন্ত্রী ছাড়াও পাকিস্তানি মিডিয়াতে সাড়া ফেলেছিল ভারতের চন্দ্রযান। ডন, নিউজ ইন্টারন্যাশনাল, বিজনেস রেকর্ডার, দুনিয়া নিউজের মতো প্রথমসারির পাক সংবাদপত্রের প্রথম পাতাতেই ছাপা হয়েছিল ভারতের চন্দ্রবিজয়ের সংবাদ।

কী বললেন ফাওয়াদ চৌধুরী? মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারত যে ইতিহাস গড়েছে, সেই খবর প্রকাশ করতে দ্বিধা করেনি পাকিস্তানের সর্বোচ্চ স্তরের মিডিয়াগুলি। দ্বিপাক্ষিক সম্পর্কের তিক্ততা ভুলে ভারতের এই নজিরকে কুর্নিশ জানিয়েছে পাক সংবাদমাধ্যম। যদিও ফাওয়াদ চৌধুরি দাবি অনুযায়ী সরাসরি সম্প্রচার করেনি কোনও চ্যানেল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর