তালিবানকে নিয়ে পাকিস্তানের হুমকি, বলল স্বীকৃতি না দিলে বাড়বে ৯/১১-র মতো বিপদ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ একদিকে তালিবান (taliban) যখন আমেরিকার (america) তরফ থেকে ইসলামিক স্টেট খুরাসান প্রোভিন্সের উপর করার হামলার সমালোচনায় মুখর হয়েছে, তখন অন্যদিকে পাকিস্তানের (pakistan) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মইদ ইউসুফ বললেন, আফগানিস্তানকে (afghanistan) একা ছেড়ে দিলে বিশ্বের সামনে ৯/১১-র মতো আরও একটি বিপদ আসতে পারে।

সূত্রের খবর, মইদ ইউসুফ বলেছেন, ‘আফগানিস্তান থেকে যদি বিদেশি সেনা সরিয়ে নেওয়া হয়, তাহলে শরণার্থীদের সমস্যা আরও বেড়ে যাবে’। ধারণা করা হচ্ছে, আমেরিকা ও বিশ্বকে পাকিস্তান বোঝাতে চাইছে, আতঙ্কের বিরুদ্ধে লড়াই না করলে, তারা কোনরকম সাহায্য পাবে না।

বিষয়টা হল, ৯/১১ হামলার পর সন্ত্রাস দমনের জন্য আমেরিকা থেকে অনেক সাহায্য পেয়েছে পাকিস্তান। তবে এই পরিস্থিতিতে যদি আফগানিস্তান থেকে বিদেশি সেনা সরিয়ে নেওয়া হয়, তাহলে পাকিস্তানের আশঙ্কা, এবার থেকে মার্কিন সাহায্য পাবেন না ইমরান খানের দেশ। প্রকৃতপক্ষে, গোটা বিশ্ব এবং আমেরিকাকে সন্ত্রাসের বিরুদ্ধে সাহায্য করার নামে, FATF-র পদক্ষেপ থেকে রক্ষা পেতে পারে।

প্রসঙ্গত, ২০০১ সালের ১১ ই সেপ্টেম্বর, আমেরিকার টুইন টাওয়ারগুলিতে বিমান দ্বারা হামলা হয়েছিল। এই ঘটনাকে ৯/১১ হামলা বলা হয়। এই ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন কুখ্যাত আতঙ্কবাদী ওসামা বিন লাদেন।

X