“ভারতে iPhone কেনার লাইন! এখানে লাইন বিনামূল্যের রেশনে”, দেশের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন পাকিস্তানিরাই

বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসেই Apple ভারতের মুম্বাই এবং দিল্লিতে তাদের স্টোর খুলেছে। সর্বোপরি Apple-এর CEO টিম কুক নিজে ভারতে এসে এই স্টোরগুলির উদ্বোধন করেন। এদিকে, উদ্বোধনের সময় থেকেই দু’টি স্টোরে ক্রেতাদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে যেখানে কুককে গ্রাহকদের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে। এমতাবস্থায়, ভারতের Apple স্টোর নিয়ে পাকিস্তান থেকেও প্রতিক্রিয়া সামনে এসেছে। মূলত, ভারতীয়রা যখন Apple স্টোরের বাইরে লাইন দিচ্ছেন তখন পাকিস্তানিরা বিনামূল্যের রেশনের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন। এমনকি, এই বিষয়টি পাকিস্তানিরাই তুলে ধরেছেন।

পাশাপাশি, ভারতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশের প্রশংসা করে একজন পাকিস্তানি ইউজার টুইটারে লিখেছেন, “ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনার প্রহসন অবশেষে শেষ হয়েছে। ভারতের সাথে তুলনায় আমরা কোথাও দাঁড়াই না। পাকিস্তানের নেতারা শুধু ভারতের বিরুদ্ধে প্রতিরক্ষা বাজেটের নামে বিপুল সম্পদ জমা করেছেন।”

এদিকে, নিজের দেশকে কটাক্ষ করে একজন ইউজার বলেছেন, “ভারতীয়রা মুম্বাইয়ে প্রথম Apple স্টোরের উদ্বোধন উদযাপন করছে অথচ পাকিস্তান তার চিড়িয়াখানার প্রাণী বা তার মুদ্রার এমনকি, তার প্রতিষ্ঠানগুলিরও দেখভাল করতে পাচ্ছে না।” আরেক পাকিস্তানি ইউজার লিখেছেন, “একদিকে মুম্বাই, যেখানে Apple স্টোরের বাইরে কয়েকশো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। অন্যদিকে পাকিস্তান, যেখানে বিনামূল্যের রেশন পেতে লাইনে দাঁড়িয়েছেন শত শত মানুষ।”

ভারতে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো হয়েছে; কিন্তু পাকিস্তানে….: উল্লেখ্য যে, পাকিস্তানের কিছু ইউজার সেদেশের সাম্প্রতিক একটি ঘটনার অবতারণা করেছেন। যেখানে একজন চিনা ইঞ্জিনিয়ারকে দেশনিন্দার অভিযোগে আটক করা হয়। এমতাবস্থায়, পাকিস্তানি ইউজার্সরা ভারতের প্রশংসা করে জানিয়েছেন ভারতে বিদেশি এবং বিদেশি বিনিয়োগের জন্য একটি সুন্দর পরিবেশ রয়েছে। যেখানে পাকিস্তানে পরিস্থিতি ঠিক বিপরীত। তাঁরা লিখেছেন যে, পাকিস্তানে বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি প্রতিকূল পরিবেশ রয়েছে।

মূলত, কয়েকদিন আগে (গত ১৭ এপ্রিল) পাকিস্তানের চায়না গাজউবা গ্রুপ কোম্পানির একজন ইঞ্জিনিয়ার তথা চিনা নাগরিকের বিরুদ্ধে দেশনিন্দার অভিযোগ আনা হয়েছিল। এমনকি, তাঁকে দু’সপ্তাহের জন্য হেফাজতেও নেওয়া হয়। ওই চিনা নাগরিককে ইসলামাবাদ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উত্তরে দাসু জলবিদ্যুৎ প্রকল্পের একটি ক্যাম্পে পোস্ট করা হয়েছিল। এমতাবস্থায়, নামাজের জন্য দীর্ঘ বিরতি এবং রমজানের সময় কাজের ধীরগতি নিয়ে স্থানীয় কর্মীদের সাথে তাঁর উত্তপ্ত তর্ক বিনিময় হয়। বলা হচ্ছে যে, ওই সময় তিনি পয়গম্বরকে অপমান করায় একটি ভিড় তাঁকে আক্রমণ করার জন্য জড়ো হয়। তবে, শীঘ্রই পুলিশ এসে ওই চিনা নাগরিককে হেফাজতে নিয়ে যায়। পাশাপাশি, সেখানকার পরিবেশও ঠান্ডা হয়।

পাকিস্তানে বিদেশিরা নিরাপদ নয়; বন্ধ হচ্ছে দূতাবাস: বর্তমানে পাকিস্তানে চিনা নাগরিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। গত বছরের এপ্রিলে পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী হামলায় তিনজন চিনা নাগরিক নিহত হন। এইকে, সুইডেনও নিরাপত্তার কারণ দেখিয়ে চলতি মাসে ইসলামাবাদে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। পাশাপাশি, দূতাবাসের তরফে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে। পাশাপাশি, ওই বিবৃতিতে কর্মীদের নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার বলেও জানানো হয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর