ডাস্টবিনে জ্বলন্ত ছবি, মুখের সামনে থেকে খাবারের থালা সরানো! তিক্ত অভিজ্ঞতা শোনালেন ‘পলাশ’ সৌনক

বাংলা হান্ট ডেস্ক : জি বাংলা জনপ্রিয় সিরিয়াল ‘কার কাছে কোই মনের কথা’তে খলনায়ক পলাশের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা সৌনক রায় (Sounak Rayy)। বাংলা সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজের জগতেও এখন অতি পরিচিত মুখ তিনি। নেগেটিভ রোল ছাড়াও পার্শ্ব চরিত্রে অভিনয় করেও দর্শকদের  মন জয় করে নিয়েছেন অভিনেতা (Sounak Rayy)।

অভিনয় জীবনের তিক্ত অভিজ্ঞতা শোনালেন ‘পলাশ’ সৌনক (Sounak Rayy)

ইতিপুর্বে স্টার জলসার কপালকুণ্ডলা ধারাবাহিকে নবকুমারের চরিত্রে অভিনয় করেও ব্যাপক জনপ্রিয়তা পান সৌনক (Sounak Rayy)। এছাড়াও ‘করুণাময়ী রানী রাসমণি’,  ‘মা মঙ্গলচন্ডী’, ‘ঠাকুমার ঝুলি’ সহ ‘খেলাঘর’ ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। ইদানিং অভিনয় জগতে বেশ নামডাক করলেও খুব ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও দারুন ঝোঁক ছিল অভিনেতার।

সৌনক যখন ক্লাস সিক্সে পড়েন তখন থেকেই নাটকে অভিনয় করার পাশাপাশি খেলাধুলো আরম্ভ করেন তিনি।  কিন্তু উচ্চমাধ্যমিক পাশ করতেই শুরু হয়ে যায় জীবনের স্ট্রাগাল পিরিয়ড। একটা সময় তাঁর  কাছে পোর্টফোলিও বানানোর মতো টাকা ছিল না। তাই বন্ধুদের ক্যামেরায় তোলা ছবি নিয়েই স্টুডিওতে প্রযোজকদের দরজার দরজায় ঘুরেছিলেন তিনি।

তাই তাঁর অভিনয়ে আসার পথটা মসৃণ ছিল না একেবারেই। জোশ টকসের মঞ্চে দাঁড়িয়ে  অভিনয় জীবনের স্ট্রাগল পিরিয়ডের নানান তিক্ত অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন সৌনক। অভিনেতার কথায় জানা যায় একবার এক জনপ্রিয় চ্যানেলের একজন কাস্টিং  ডিরেক্টরকে ছবি দিয়ে আসার কিছুক্ষণ পর তিনি সেখানে গিয়ে দেখেন সেই ডিরেক্টর সিগারেট খাচ্ছেন আর তার পাশেই ডাস্টবিনের মধ্যে পড়ে রয়েছে তাঁর জলন্ত ছবি।

আরও পড়ুন :‘পরিণীতা’ সিরিয়ালের পারুল আসলে কে জানেন? রইল নতুন নায়িকার আসল পরিচয়

তারপর চায়ের কাপ হাতে নিঃশব্দে অনবরত চোখের জল ফেলেছিলেন সৌনক। আর সেদিন সেখান থেকে বেরিয়ে এসে তিনি  প্রতিজ্ঞা করেছিলেন কাজ করলে এই ইন্ডাস্ট্রিতেই কাজ করবেন তিনি। একবার তাঁর এমনও অভিজ্ঞতা হয়েছে যে মুখের সামনে থেকে খাবারের থালা সরিয়ে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে বাইরে। এছাড়াও ইন্ডাস্ট্রিতে বারবার রিজেক্ট হয়েছেন তিনি। কিন্তু এত কিছুর পরেও বরাবরই নিজের উপর আত্মবিশ্বাস রেখে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেতা।

তারপর চায়ের কাপ হাতে নিঃশব্দে অনবরত চোখের জল ফেলেছিলেন সৌনক। আর সেদিন সেখান থেকে বেরিয়ে এসে তিনি  প্রতিজ্ঞা করেছিলেন কাজ করলে এই ইন্ডাস্ট্রিতেই কাজ করবেন তিনি। একবার তাঁর এমনও অভিজ্ঞতা হয়েছে যে মুখের সামনে থেকে খাবারের থালা সরিয়ে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে বাইরে। এছাড়াও ইন্ডাস্ট্রিতে বারবার রিজেক্ট হয়েছেন তিনি। কিন্তু এত কিছুর পরেও বরাবরই নিজের উপর আত্মবিশ্বাস রেখে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেতা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর