বাংলাহান্ট ডেস্ক : দুয়ারে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক দলগুলি এখন ব্যস্ত নতুন গেম প্ল্যান ঠিক করতে। কেন্দ্র হোক বা রাজ্য সরকার, ভোটের আগে আমজনতাকে খুশি করতে তৎপর সবাই। এই আবহে বড় সুখবর শোনা গেল চাকরিপ্রার্থীদের জন্য। রাজ্য সরকার পঞ্চায়েত দপ্তরে শূন্য পদগুলিতে নিয়োগের প্রস্তুতি শুরু করেছে।
রাজ্য সরকার তিন স্তর মিলিয়ে মোট ৭০০০ পদের জন্য নিয়োগের ব্যবস্থা করতে চলেছে বলে সূত্রের খবর। এই নিয়োগ দেওয়া হবে ধাপে ধাপে। এছাড়াও রাজ্য সরকার নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর। জানা যাচ্ছে নির্বাচনের আগে শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া। রাজ্য পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে বিশ্ববাংলা কনভেশন সেন্টারে আজ একটি কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরোও পড়ুন : ‘ভাইপো’ মন্তব্যে বিচারপতিকে বিঁধতে গিয়ে বিপত্তি! বিপদে কুণাল, বড় রায় দিল আদালত
এই কর্মশালার মূল বিষয় হল পঞ্চায়েত দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা। জয়েন্ট বিডিও এবং ডিপিআরডিওরা উপস্থিত থাকবেন এই কর্মশালায়। সূত্রের খবর, ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিটি শূন্য পদ চিহ্নিত করা হবে ডিএলসিসির মাধ্যমে। রাজ্য সরকার চাইছে এই নিয়োগ প্রক্রিয়া অনলাইনে পরিচালনা করতে। সেই উদ্দেশ্যে সাহায্য নেওয়া হবে একটি পোর্টালের। এই পোর্টালের মাধ্যমে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের তালিকা তৈরি ও স্ক্রুটিনি করা হবে।
এছাড়াও রাজ্য সরকার খেয়াল রাখছে যাতে এই নিয়োগে দুর্নীতির আঁচ না পড়ে। দুর্নীতি রুখতে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জয়েন্ট বিডিওরা নিয়োগ সংক্রান্ত বিষয়ে সাহায্য করবেন ডিপিআরডিওদের। বিশেষজ্ঞদের ধারণা, যেভাবে রাজ্য সরকার প্রস্তুতি শুরু করেছে তাতে নির্বাচনের আগেই সম্পূর্ণ হতে পারে নিয়োগ প্রক্রিয়া।
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর