জামিন পেল পানিহাটির TMC কাউন্সিলরের খুনিরা! বাচ্চাদের নিয়ে আত্মহত্যার চেষ্টা মৃতের স্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ পানিহাটি (Panihati) পুরসভার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কাউন্সিলর অনুপম দত্তকে (Anupam Dutta) খুনের ঘটনায় জেল হেফাজত হয় বাপি পণ্ডিতের। খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পরে আদালতে নির্দেশে সাজা পান মূল অভিযুক্ত। তবে সেই আদালতের নির্দেশেই বর্তমানে ছাড় পেয়েছে বাপি আর এই খবর সামনে আসার পরই আত্মহত্যার চেষ্টা করে বসলেন অনুপম দত্তর স্ত্রী মীনাক্ষী। নিজের দুই সন্তানকে নিয়ে গতকাল আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পানিহাটি এলাকায়।

সম্প্রতি, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্তকে খুনের ঘটনায় গ্রেফতার করা হলেও এরপর আদালতের নির্দেশে ছাড়া পেয়েছেন বাপি পণ্ডিত আর সেই খবর সামনে আসতেই মীনাক্ষীদেবী একপ্রকার ভয়েই আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যাচ্ছে। যদিও পরবর্তীতে তাঁকে সাগর দত্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আপাতত স্থিতিশীল রয়েছে তৃণমূল নেত্রী।

উল্লেখ্য, বর্তমানে পানিহাটি পুরসভার কাউন্সিলর পদে নিযুক্ত রয়েছেন মীনাক্ষী। এ ঘটনা প্রসঙ্গে এদিন মীনাক্ষির বোন প্রিয়াঙ্কা দাস বলে, “বাপি পণ্ডিত ছাড়া পাওয়ার ঘটনা শুনে দিদি ভয় পেয়ে যায় আর সেই কারণে দুই সন্তানকে নিয়ে গলায় গামছা জড়িয়ে আত্মহত্যার পথ বেছে নিতে যায় সে।” অপরদিকে, অনুপমের দাদা জানান, “পুলিশ প্রশাসনের ওপর আমাদের বিশ্বাস রয়েছে। কিন্তু যেভাবে অভিযুক্ত জামিন পেয়ে গেলো, সেটা অনুচিত।”

স্থানীয়দের দাবি, দুই সন্তানকে নিয়ে মীনাক্ষীদেবী আত্মহত্যা করতে যান। সেই সময় তা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় পরিবারের সদস্যরা। পরবর্তীতে, এলাকাবাসীরাও সেখানে ছুটে আসেন বলে খবর। এরপর মীনাক্ষীকে সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন।

আদালতের রায়দানের পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ক্ষুব্ধ এলাকাবাসীরা। অভিযুক্তর জামিন পাওয়ার খবর শুনতে হাতে প্ল্যাকার্ড সহ বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে স্থানীয়রা। টায়ার জ্বালিয়ে এবং পরবর্তীতে রাস্তা অবরোধের মাধ্যমে সেই প্রতিবাদ চলতে থাকে। এরপর অবশ্য পুলিশ এসে তাদের বিক্ষোভ থামিয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে প্রশাসনের তরফ থেকে এলাকাবাসীদের শান্ত করা হলেও তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন। এমনকি, অনুপম দত্ত খুনের ঘটনায় তৃণমূল কর্মী সমর্থকরা সিবিআই তদন্তের পক্ষেও আবেদন জানান, যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেশ উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


Sayan Das

সম্পর্কিত খবর