বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জগতে ফিরছেন পাপিয়া অধিকারী (papiya adhikari)। একুশের বিধানসভা নির্বাচনের আগে আগে স্রোতে গা ভাসিয়ে তিনিও পা রেখেছিলেন রাজনীতিতে। বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন পাপিয়া। উলুবেড়িয়া দক্ষিণ থেকে ভোটে লড়েও হারের মুখ দেখতে হয় তাঁকে। এরপরেই অভিনয়ে ফেরার সিদ্ধান্ত।
কালার্স বাংলায় আসন্ন সিরিয়াল ‘দত্ত অ্যান্ড বউমা’তে (dutta and bouma) দেখা যাবে পাপিয়া অধিকারীকে। বাঙালি বনেদি পরিবারকে নিয়ে গল্প। এতদিন সকলে দোকানের নাম দেখে এসেছে ‘অমুক অ্যান্ড সন্স’। কিন্তু এই সিরিয়ালের গল্প প্রথা ভাঙার। সন্সের বদলে সেখানে বসছে বউমা। নাতবৌ এসে শ্বশুরবাড়ির গয়নার ব্যবসার হাল ধরবে।
এই সিরিয়ালে ‘সোনামা’র চরিত্রে অভিনয় করছেন।পাপিয়া। নিজের চরিত্র ও সিরিয়াল সম্পর্কে তিনি বলেন, চরিত্রটি খুব সুন্দর। সকলকে একসঙ্গে নিয়ে থাকতে ভালবাসে। আর এখানে কোনো কূটকাচালি দেখানো হবে না। নাত বউমাকে সবাই আদর করে রাখবে। উপরন্তু সোনামার শাসনও ভারি মিষ্টি। তাই সকলেই তাঁকে মেনে চলে।
পাপিয়া অধিকারী ছাড়াও এই সিরিয়ালে অভিনয় করছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়ও। নায়ক নায়িকার ভূমিকায় রয়েছেন আদিত্য বক্সী ও তিতিক্ষা দাস। মডেলিং জগতের পরিচিত মুখ তিতিক্ষার এটা প্রথম সিরিয়াল। তবে আদিত্যকে এর আগে দেখা গিয়েছে ‘মাফিয়া’ ওয়েব সিরিজে।
https://www.instagram.com/p/CReGTFxovvA/?utm_medium=copy_link
দীর্ঘদিন পর ফের ছোটপর্দায় ফিরলেন পাপিয়া অধিকারী। ভোটে হেরেই কি এই সিদ্ধান্ত? অভিনেত্রী বলেন, তাঁকে জানে অভিনয় করতে তো কেউ বারন করেনি। পরাজয় শব্দটার মধ্যে ‘পরে জয়’ অথাটি লুকিয়ে রয়েছে বলে মনে করেন তিনি। তাছাড়া ভদ্র মানেই যে তিনি দুর্বল বা ভীরু এমন ভাবারও কিন্তু কোনো কারণ নেই বলেই সাফ জানান অভিনেত্রী। সিরিয়লের পাশাপাশি রাজনীতিতেও তিনি সমান ভাবে মনোনিবেশ করবেন বলে জানান পাপিয়া।