IPL-র মরশুমে দুঃসংবাদ! মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত তারকা ক্রিকেটার, শোকস্তব্ধ ভক্তরা

বাংলা হান্ট ডেস্ক : গোটা বিশ্বের নজর এখন সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ IPL-র দিকে। কমবেশি সব দেশের ক্রিকেটাররাই এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের সমস্ত মনোযোগ এখন IPL-র দিকে। এমন পরিস্থিতিতে ক্রিকেট দুনিয়ায় নেমে এল শোকের ছায়া। মাত্র ৩৩ বছর বয়সে ইহলোক ত্যাগ করলেন তারকা ক্রিকেটার।

IPL-র সাথে এই ক্রিকেটারের সম্পর্ক না থাকলেও ক্রিকেট দুনিয়ার এক বড় নাম ছিলেন কাইয়া আরুয়া (Kaia Arua)। তিনি পাপুয়া নিউ গিনির (PNG) আন্তর্জাতিক মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন। ৪ এপ্রিল, বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC, তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই শোক সংবাদ প্রকাশ করেছে।

ভারতীয়দের কাছে এই নাম একটু অচেনা হলেও তার কেরিয়ারের দিকে তাকালে এমন একাধিক রেকর্ড দেখতে পাওয়া যায় যা সত্যিই চমকে দেওয়ার মত। ক্রিকেট কেরিয়ারে মোট ৩৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে পিএনজির নেতৃত্ব দিয়েছিলেন কাইয়া আরুয়া। চলুন এক নজরে দেখে নিই কাইয়া আরুয়া কে ছিলেন!

আরও পড়ুন : T20 বিশ্বকাপে পাকা রিঙ্কুর জায়গা, এই প্লেয়ারকে বাদ দেবেন আগরকর! সিদ্ধান্তের পথে BCCI

আরুয়া ছিলেন একজন দূর্দান্ত অলরাউন্ডার। ২০১০ সালে পূর্ব এশিয়া প্যাসিফিক ট্রফিতে প্রথমবারের মতো পিএনজি জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। তারপর থেকে নিয়মিত খেলতে থাকেন তিনি‌। এরপর ২০১৭ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডের জন্য তাকে সিলেক্ট করা হয়। এরপর ২০১৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে PNG-এর অধিনায়ক হন কাইয়া আরুয়া। ঐ একই বছর তিনি ICC-র মহিলা গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডেও নির্বাচিত হন কাইয়া আরুয়া। তারপর ২০১৯ সাল থেকে তিনি দলের অধিনায়ক ছিলেন।

আরও পড়ুন : সংখ্যালঘুদের হুমকির জেরে বন্ধ নাম সংকীর্তন, প্রশাসনের দ্বারস্থ আতঙ্কিত বর্ধমানবাসী

অধিনায়কত্বে দুর্দান্ত রেকর্ড : ২০১৯ সাল পূর্ব এশিয়া প্যাসিফিক টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে PNG কে চ্যাম্পিয়ন করেছেন। সেবার তার নেতৃত্বে ২০১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব এবং ২০২১ মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা করে নেয় দল। উল্লেখ্য, তিনি একজন বাঁহাতি স্পিনার এবং ব্যাটসম্যান ছিলেন।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর