প্রেসিডেন্সি জেলে বসে ক্রমশ ফুলে চলেছে পা! ‘অসন্তুষ্ট’ পার্থর গন্তব্য কি এবার SSKM হাসপাতাল?

বাংলা হান্ট ডেস্কঃ বিগত ১২ দিন ইডি (ED) হেফাজতে থাকার পর বর্তমানে প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) ঠাঁই হয়েছে এক সময়ের ‘দোর্দণ্ডপ্রতাপ’ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায়ের। আদালতের নির্দেশে দুই সপ্তাহের জেল হেফাজতে রয়েছেন তিনি। সূত্রের খবর, বিশেষ কোনো শারীরিক সমস্যা দেখা না গেলেও বর্তমানে পা ক্রমশ ফুলে চলেছে পার্থর, যা নিয়ে একদমই খুশি নন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এই মামলায় অর্পিতার ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা এবং একাধিক সোনা গয়না উদ্ধার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এছাড়াও বাংলার বিভিন্ন প্রান্তে একাধিক সম্পত্তির পাশাপাশি ৩১ টি এলআইসির খোঁজ পায় তারা, যা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলায়।

এর পরেই গত শুক্রবার এ সকল নথি আদালতে পেশ করা হলে পার্থ-অর্পিতা দুজনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মতো বর্তমানে প্রেসিডেন্সি জেলে সাধারণ বন্দিদের মতই দিন কাটছে প্রাক্তন তৃণমূল কংগ্রেস মহাসচিবের। এক্ষেত্রে অন্যান্য কোন শারীরিক সমস্যা দেখা না দিলেও বর্তমানে তাঁর পা ক্রমশ ফুলে চলেছে বলে খবর। তবে এই মুহূর্তে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হাসপাতালে ভর্তি করার মতো কোনো কারণ নেই বলেই জানা গিয়েছে।

Untitled design 87 2

উল্লেখ্য, আর পাঁচ জন সাধারণ বন্দিদের মতোই দিন কাটছে পার্থ চট্টোপাধ্যায়ের। প্রথম রাতে খাট কিংবা চেয়ার না থাকায় কমোডে বসে এক প্রকার ঝিমিয়েই কাটান তিনি। তবে পরবর্তীতে জেল চিকিৎসকের সুপারিশ অনুযায়ী একটি খাটের বন্দোবস্ত করা হয়। অপরদিকে, কেবলমাত্র চা পাউরুটি খেয়েই ক্ষুধা মেটাচ্ছেন একসময়ের প্রভাবশালী এই বিধায়ক। তবে বর্তমানে পা ফোলা এবং চিকিৎসা প্রসঙ্গে একদমই খুশি নন পার্থ। এ বিষয়ে ইতিমধ্যে জেল কর্তৃপক্ষকে জানানো হলেও পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হয়, সেটাই দেখার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর