বড় খবরঃ পতঞ্জলির করোনিল ওষুধকে ছাড়পত্র দিলো সরকার, তবে করোনার ওষুধ হিসেবে নয়ঃ সুত্র

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পতঞ্জলি (patanjali) দ্বারা নির্মিত করোনিল (Coronil) ওষুধকে ছাড়পত্র দিল কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রালয়। তবে এরজন্য জারি করা হয়েছে একটি শর্ত। ওই শর্ত অনুযায়ী, এই ওষুধকে করোনার ওষুধ বলে বিক্রি করা যাবেনা। এই ওষুধকে ইমিউনিটি বাড়ানোর ওষুধ বলে বিক্রি করতে হবে। ওষুধের কোথাও উল্লেখ করা যাবেনা যে, করোনার চিকিৎসার জন্য এই ওষুধ কার্যকর। কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রালয়ের সুত্র থেকে এই খবর পাওয়া গেছে।

একদিন আগেই বাবা রামদেব ভোল পাল্টে বলেছিলেন যে, আমরা কখনোই দাবি করিনি যে এই ওষুধ করোনার সারাবে। আমরা বলেছিলাম এই ওষুধ করোনার চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। এই ওষুধ মানুষের শরীরে ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে।

সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এবার পতঞ্জলি এই ওষুধ বিক্রি করতে পারবে ঠিকই, কিন্তু এই ওষুধ করোনার চিকিৎসায় কাজে লাগে সেটা কোথাও উল্লেখ করা যাবেনা। যদিও আয়ুশ মন্ত্রালয়ের তরফ থেকে এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি এই বিষয়ে।

সম্পর্কিত খবর

X