বাংলা হান্ট ডেস্ক: পুজো আসছে। এর মধ্যেই সেজে উঠছে বিভিন্ন পুজো প্যান্ডেল। কোথাও থিম বা কোথাও সবেকিয়ানা।থিম বনাম সবেকিয়ানার লড়াই শুরু জোর কদমে। সেজে উঠছে শহর। উমার বাড়ি আসতে আর মাত্র কিছুদিন। শহরের নামি পুজো গুলোকে সাজিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরাও।তার মাঝেই এক অসাধারন ভাবনা মানুষকে উপহার দিতে চলেছে পাথুরিয়াঘাটা পাঁচে র পল্লীর দুর্গোৎসব কমিটি। রোজকার পরিবর্তনে ব্যাস্ত হয়েও অতীত কে সরিয়ে দাওয়া কী আদৌ যায়? যায়না। এই চিন্তা নিয়েই নিজেদের মণ্ডপে অতীতের সাথে বর্তমানের মেল বন্ধন ঘটিয়েছেন এই পুজো কমিটির উদ্যোক্তারা।
তাদের পুজোর মূল ভাবনা ” পরিবর্তনের আলোর ফাঁকে, ভুলতে কী পারি অতীত টাকে?’ এই প্রশ্ন নিয়েই দর্শনার্থীদের মন জয় করতে প্রস্তুত পাথুরিয়া ঘাটা পাঁচে র পল্লীর দুর্গোৎসব কমিটি।এই বছর আশি বছর পদার্পণ করলো তাদের এই দুর্গা পুজো। উদ্যোক্তাদের মতে মানুষের রোজনামচা জীবনের ধরন অনেক বদলে গেলেও, অনেক আধুনিক হইয়ে গেলেও মানুষ ভুলতে পারিনি সাবেকিয়ানা কে। অতীতের ঐতিহ্য র জন্যই বর্তমানের ভীত শক্ত হয়। আর সেই ধারণার সাথেই অতীত ও বর্তমান এর মেলবন্ধন ঘটানো হয়েছে এই মণ্ডপে। থিমের মধ্যে দিয়ে একটা সাবেকি জমিদার বাড়ির ঠাকুর দালানকে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই বার মণ্ডপে প্রতিমাও থাকবে সাবেকি রূপে।মণ্ডপ দুই ভাগে তৈরি হচ্ছে। এক ভাগ বলবে আধুনিক সময়ের গল্প এবং অপর ভাগ অর্থাৎ মূল মণ্ডপ থাকবে সাবেকি অতীতের গৌরবে ঢাকা।তাদের এই থিমে দর্শনার্থীরা কতটা মুগ্ধ হয় তা জানতে হলে উমার বাড়ি আসার অপেক্ষা করতেই হবে।