বাংলাহান্ট ডেস্ক: টেলিভিশনের পর্দায় পায়েলকে (Payal Rohatgi) কাঁদতে দেখে কথা দিয়েছিলেন, শীঘ্রই বিয়ে করবেন। কথা রাখলেন সংগ্রাম সিং (Sangram Singh)। সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী পায়েল রোহাতগি। মূলত বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্যের জন্যই সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি। এমনকি কঙ্গনা রানাওয়াতের সঙ্গেও বেশ তিক্ত সম্পর্ক তাঁর। তবে এবারে কারণটা একেবারেই অন্য।
রাজনৈতিক সহ বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে বহুবার চর্চায় উঠে এসেছেন পায়েল। জড়িয়েছেন আইনি ঝামেলাতেও। তবে পায়েলের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি অবগত নন আমজনতা। গত ১২ বছর ধরে কুস্তিগীর সংগ্রাম সিংয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন পায়েল। কিন্তু বিয়েটা বারে বারেই পিছিয়ে গিয়েছে তাঁদের।
কয়েক মাস আগে কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপ’এ এসে বিয়ে না হওয়ার দুঃখ শেয়ার করে কেঁদে ভাসিয়েছিলেন পায়েল। তখনি কথা দিয়েছিলেন সংগ্রাম। অবশেষে শনিবার আগ্রায় সাত জন্মের সঙ্গে চারহাত এক হয়ে গেল দুজনের। লাল লেহেঙ্গা চোলি আর ভারী কুন্দনের গয়নায় সেজেছিলেন পায়েল। ক্রিম রঙা শেরওয়ানি পরেছিলেন সংগ্রাম।
https://www.instagram.com/p/CfzCY2cPVq4/?igshid=YmMyMTA2M2Y=
হিন্দু রীতি মেনেই বিয়ে সেরেছেন পায়েল সংগ্রাম। মালাবদল, সিঁদুর দান সহ বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। এছাড়া হলদি, মেহেন্দি সেরেমনির ছবিও শেয়ার করেছেন তিনি। বিয়ের আগের দিন আগ্রায় প্রাচীন রাজেশ্বর মহাদেব মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন পায়েল সংগ্রাম।
https://www.instagram.com/p/CfzWOHHsipN/?igshid=YmMyMTA2M2Y=
প্রসঙ্গত, লক আপে একবার করণবীর বোহরার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন পায়েল। বিবাদটা যখন চরমে পৌঁছায় তখন পায়েলকে ‘পুরুষ বিদ্বেষী’ বলে তোপ দাগেন করনবীর। এমনকি পায়েল স্বামী হিসাবে একজন ‘জরু কা গোলাম’কে চান বলেও কটাক্ষ করেন তিনি।
https://www.instagram.com/p/Cf0ZHP4rqqq/?igshid=YmMyMTA2M2Y=
পালটা পায়েল অভিযোগ করেন, তাঁর প্রেমিক সংগ্রামকে এই তর্কের মাঝে টেনে এনেছেন করনবীর। সংগ্রাম তাঁর ভৃত্য নয়। করনবীরের সাহস হয় কীকরে এই ধরনের কথা বলার? এই ঘটনার পরেই টুইটারে সংগ্রাম তাঁদের বিয়ের ঘোষনা করেন।
তিনি বলেন, পায়েল খুবই ভাল মেয়ে। তাঁরা দুজনেই সমান। প্রথমে মার্চে বিয়ের পরিকল্পনা করেছিলেন তাঁরা। কিন্তু কর্মব্যস্ততার জন্য এবার আগামী জুলাই মাসে বিয়ের পিঁড়িতে বসবেন পায়েল ও সংগ্রাম। কথামতোই কাজ করেছেন সংগ্রাম।