বাংলাহান্ট ডেস্ক : উৎসব পরবর্তী সময়ে উত্তরবঙ্গের (North Bengal) বিপর্যয় ঘুম কেড়ে নিয়েছে বাংলার মানুষের। লাগাতার বৃষ্টিতে ডুবতে বসেছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা। ভেঙে পড়ছে সেতু, ধসে গিয়েছে অনেক বাড়ি। মানুষ থেকে বন্যপ্রাণ, প্রকৃতির রোষে আজ সকলেই অসহায়। এই পরিস্থিতিতে আজ সোমবারই উত্তরবঙ্গে (North Bengal) যাচ্ছেন উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে খোলা হয়েছে ‘পিস রুম’।
উত্তরবঙ্গের (North Bengal) সাহায্যে রাজভবনে খুলল পিস রুম
উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে খোলা হয়েছে ‘পিস রুম’। সেখান থেকে পরিস্থিতির উপরে টানা নজরদারি চালানো হচ্ছে। অন্যদিকে চালু করা হয়েছে বিশেষ ব়্যাপিড অ্যাকশন সেল, যা দুর্গতদের (North Bengal) সাহায্য পৌঁছে দেওয়ার জন্য ২৪ ঘন্টা সক্রিয় থাকবে বলে খবর রাজভবন সূত্রে। বন্যা দুর্গতরা সাহায্য চেয়ে এবং যে কোনও প্রয়োজনে এই সেলে যোগাযোগ করা যাবে। রাজভবনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে নম্বর এবং ইমেল দেওয়া হয়েছে। সেগুলি হল যথাক্রমে ০৩৩-২২০০১৬৪১ এবং peaceroomrajbhavan@gmail.com।
উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্যপাল: সোমবার রাজ্যপালের পাশাপাশি উত্তরবঙ্গে (North Bengal) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যসচিব মনোজ পন্থ এবং সরকারের কয়েকজন শীর্ষ আধিকারিকরাও সঙ্গে যাবেন বলে জানা যাচ্ছে। সোমবার বিকেলের মধ্যেই তাঁরা পৌঁছে যাবেন।
আরও পড়ুন : ডোনা-শ্রাবন্তীর পারফরম্যান্স, মুখ্যমন্ত্রীর সঙ্গে নাচ অঙ্কুশের, জমজমাট দুর্গাপুজোর কার্নিভাল
মমতার কী কর্মসূচি: যেমনটা জানা যাচ্ছে, সেখানে পৌঁছে আগে জেলা প্রশাসন এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনেও (North Bengal) যাবেন তিনি। শনিবার থেকেই অবশ্য উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে নজরদারি চালাচ্ছিলেন মমতা। প্রশাসনের আধিকারিকদের প্রয়োজন মতো নির্দেশ দিয়েছেন ত্রাণকার্য নিয়ে।
আরও পড়ুন : মিরিকেই মৃত্যু ১১ জনের, উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত, প্রকাশ্যে মৃতদের সম্পূর্ণ তালিকা
উত্তরবঙ্গের পাঁচ জেলাশাসকের সঙ্গে বাড়ি থেকে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রবিবার তিনি বলেন, পর্যটকদের তিনি অনুরোধ করেছেন যেখানে তারা রয়েছেন সেখানেই থাকতে। তাদের উদ্ধার করার জন্য কাজ করছে পুলিশ প্রশাসন।