কেন আইকোরের অনুষ্ঠানে গিয়েছিলেন, সিবিআইকে কারণ জানালেন পার্থ চট্টোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্কঃ শিল্প সদনে প্রায় টানা দুঘণ্টার জেরা করা হয় শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। সোমবার এই জেরা করেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআইয়ের (CBI) গোয়েন্দারা। আইকোর (ICORE) চিটফান্ড মামলায় CBI-র করা সমস্ত প্রশ্নের উত্তর দেন বলেই জানিয়েছেন পার্থবাবু এবং প্রয়োজনে ভবিষ্যতে আবারও সাহায্য করার আশ্বাসও দেন তিনি।

গত ৬ ই সেপ্টেম্বর আইকোর মামলার তদন্তের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নোটিশ দিয়েছিল CBI। কিন্তু তিনি জানান, হাজিরা দিতে না পারলেও, চাইলে তাঁর নাকতলার বাড়ি বা অফিসে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন CBI আধিকারিকরা। সেই কারণেই সোমবার বেলা ১২ টা বেজে ১০ মিনিট থেকে ২ ঘন্টা শিল্প সদনেই জেরা করা হয় পার্থবাবুকে।

Partha Chatterjee

CBI জেরা পর্ব শেষ করে সাংবাদিক সম্মেলন করে পার্থবাবু জানান, ‘২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার প্রায় ৩ মাসের মধ্যে বিভিন্ন সংস্থা থেকে আসা আমন্ত্রণের মতই, আইকোর থেকেও নিমন্ত্রণ এসেছিল। তখন শিল্প, তথ্যপ্রযুক্তি ও পরিষদীয় মন্ত্রী থাকায় সেই নিমন্ত্রণ পেয়েই আইকোরের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। আইকোর চিটফান্ড নাকি চিটফান্ড নয় সেটা জানতাম না। শিল্প ও কর্মসংস্থানের জন্যই ওই অনুষ্ঠানে গিয়েছিলাম’।

তিনি আর বলেন, ‘প্রতিদিন এমন অনেক সংস্থা আমাকে নিমন্ত্রণ করে। সবার ব্যালান্সশিট দেখি নাকি আমি। আর আইকোর চিটফান্ড নাকি চিটফান্ড নয়, সেটা আমার জানার কথাও নয়। ওটা আরবিআই, সেবি দেখবে। আমি CBI-র করা সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি এবং ভবিষ্যতে প্রয়োজন হলে নিশ্চয়ই সাহায্য করব’।

Smita Hari

সম্পর্কিত খবর