অবশেষে বহুদিন পর দাম কমলো পেট্রোল-ডিজেলের, দেখুন কলকাতার দর

বাংলাহান্ট ডেস্কঃ গত একমাস ধরে অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের (Petrol Diesel ) দাম এবার সামান্য কমল। ২০২০ সালের ১৬ মার্চ শেষবার দাম কমেছিল পেট্রোল-ডিজেলের। সেই নিরিখে এক বছরেরও বেশি দিন পর পেট্রোল-ডিজেলের দাম কমল।

প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল- ডিজেলের দামে পরিবর্তন হয়। অর্থাৎ, সকাল ছটার পর থেকে নতুন রেট চার্ট হিসাবে পেট্রোল ও ডিজেলের দাম ( Petrol Diesel Price ) নির্ধারণ করা হয় হয়।

এদিন কলকাতায় পেট্রোল ও ডিজেল (Kolkata Petrol Diesel Price ) দাম কমেছে ১৭ পয়সা। যার ফলে বর্তমান পেট্রোলের মূল্য হল ৯১ টাকা ১৮ পয়সা ও ডিজেলের মূল্য হল ৮৪ টাকা ১৮ পয়সা।

petrolnew k19H

দেশের রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম কমে দাঁড়িয়েছে ৯০.৯৯ টাকা। ডিজেলের দাম ৮১.৩৩ টাকা।

মুম্বইতে পেট্রোল ৯৭.৪০ টাকা, ডিজেল ৮৮.৪২। চেন্নাইতে ডিজেল ৮৬.২৯ টাকা। পেট্রোল ৯২.৯৫ টাকা।

উল্লেখ্য, আপনি যদি নিজের শহরের পেট্রোল ও ডিজেলের দাম নিজেই জানতে চান, তাহলে ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট আনুযায়ী, আরএসপি (RSP) ও নিজের শহরের কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি শহরের কোড আলাদা। এই কোড অবশ্য আপনি ইন্ডিয়ান ওয়েলের (Indian Oil) ওয়েবসাইটেই পেয়ে যাবেন।


সম্পর্কিত খবর