একাদশীতেই বাড়ল দাম, একাধিক জেলায় পেট্রোল-ডিজেলের মূল্যে বড় বদল! কোথায় কত রেট ? দেখুন

বাংলাহান্ট ডেস্ক : আজ একাদশীর দিন কিছুটা হলেও পেট্রোল ও ডিজেলের দাম কমল আলিপুরদুয়ার, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হুগলি, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে। তবে পুজোর শেষ লগ্নে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, বাঁকুড়ায়।

রাজ্যের অন্যান্য জেলাগুলিতে জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে। জেলাগুলির মধ্যে সর্বোচ্চ ১.০৫ টাকা পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে জলপাইগুড়িতে। প্রতি লিটার ১০৬.৮২ টাকায় আজ পেট্রোল বিক্রি হচ্ছে আলিপুরদুয়ারে। এই জেলায় আজ এক লিটার ডিজেলের দাম ৯৩.৪৯ টাকা। বাঁকুড়ায় আজ এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৬.৯৪ টাকা ও ৯৩.৬১ টাকা। 

বীরভূমে আজ প্রতি লিটার পেট্রোল ও ডিজেল বিক্রি বিকোচ্ছে ১০৬.৬৮ টাকা ও ৯৩.৩৮ টাকায়। ১০৭.১৩ টাকা ও ৯৩.৭৮ টাকা লিটারে পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে কোচবিহারে। ১০৬.০৩ এবং ১০৬.১০ টাকা লিটারে আজ পেট্রোল বিক্রি হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এই দুই জেলায় আজ ডিজেল প্রতি লিটার ৯২.৭৬ এবং ৯২.৮৩ টাকা।

আরোও পড়ুন : দুর্দান্ত উপহার পেল পর্যটকরা! দিঘার সমুদ্রে এই প্রথম ভাসল ক্রুজ, কত খরচ হল?

শৈল শহর দার্জিলিঙে আজ পেট্রোল ও ডিজেল যথাক্রমে প্রতি লিটার ১০৫.৮২ টাকা ও ৯২.৫৬ টাকা। হুগলিতে আজ এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৬.১৭ টাকা ও ৯২.৯০  টাকা। ১০৭.২৯ টাকা ও ৯৩.৯৩ টাকা লিটারে আজ পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে জলপাইগুড়িতে। আজ প্রতি লিটার পেট্রোল মালদায় ১০৫.৮১, ঝাড়গ্রামে ১০৬.৮৯ টাকায় বিক্রি হচ্ছে।

আরোও পড়ুন : লাগবে না এক টাকাও, ফ্রিতেই পাবেন ভিসা! এই দেশ এবার ভারতীয়দের দিচ্ছে সস্তায় বিদেশ ঘোরার সুযোগ

এই দুই জেলায় আজ ডিজেল প্রতি লিটার ৯২.৫৬ টাকা ও ৯৩.৫৩ টাকা। জ্বালানির দাম আজ অপরিবর্তিত রয়েছে কলকাতা শহরে। আজ কলকাতায় এক লিটার পেট্রোল ১০৬.০৩ টাকা ও ডিজেল ৯২.৭৬ টাকায় বিক্রি হচ্ছে। আজ কালিম্পঙে পেট্রোল ও ডিজেলের প্রতি লিটার দাম ১০৫.৯৮ টাকা ও ৯২.৭১ টাকা।

আজ প্রতি লিটার পেট্রোল হাওড়ায় ১০৬.০৩ টাকা, মুর্শিদাবাদে ১০৬.৫৩ টাকায়, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায় যথাক্রমে ১০৬.০৩ এবং ১০৬.৭৭ টাকায় বিক্রি হচ্ছে। আজ প্রতি লিটার ডিজেল হাওড়ায় ৯২.৭৬ টাকা, মুর্শিদাবাদে ৯৩.২৩ টাকা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে ৯২.৭৬ এবং ৯৩.৪৬ টাকায় বিক্রি হচ্ছে।

petrol pump

নদিয়ায় পেট্রোল ১০৬.৭৪ টাকা ও ডিজেল ৯৩.৪২ টাকায় বিক্রি হচ্ছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পেট্রোলের লিটার ১০৬.৩৯ ও ১০৬.৯৪ টাকা। ডিজেল এখানে লিটার পিছু ৯৩.০৬ এবং ৯৩.৫৭ টাকায় বিক্রি হচ্ছে। পূর্ব ও পশ্চিম বর্ধমানে আজ পেট্রোলের মূল্য ১০৬.৪৯ এবং ১০৫.৮৬ টাকা, ডিজেল ৯৩.২০ এবং ৯২.৬১ টাকা। পুরুলিয়ায় পেট্রোল ১০৬.৫৫ টাকায় ও ডিজেল  ৯৩.২৫ টাকায় বিক্রি হচ্ছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর