বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কোথায় কত শতাংশ ভোট পড়ল, দেখে নিন এক নজরে

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের দ্বিতীয় দফার নির্বাচনে নন্দীগ্রাম এবং কেশপুরে দফায় দফায় অশান্তির চিত্র ধরা পড়েছে। সেই তুলনায় বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হয়েছে। বৃহস্পতিবার বাংলার চার জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়ায় সকাল সাতটা থেকে ভোট নেওয়া শুরু হয়েছে। সকাল ৭টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কোথায় কত শতাংশ ভোট পড়েছে তা জানালো নির্বাচন কমিশন।

jharkhandpolls

কমিশনের মতে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পূর্ব মেদিনীপুরে ৮১.২৩ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ৭৮.০৫ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ৭৯.৬৬ শতাংশ এবং বাঁকুড়ায় সবথেকে বেশি ৮২.৭৮ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় দফার নির্বাচনে হাইভোল্টেজ আসন নন্দীগ্রামে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৮০.৭৯ শতাংশ। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী দুপুরে বলেছিলেন যে, নন্দীগ্রামে ৮৫ শতাংশের মতো ভোট পড়ার আশা রয়েছে।

election voting

পূর্ব মেদিনীপুরের আসন গুলোর মধ্যে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চণ্ডীপুরে ভোট পড়েছে ৮১.১৫ শতাংশ। হলদিয়ায় ভোট পড়েছে ৮০.৪৫ শতাংশ। ময়নায় ভোট পড়েছে ৮১.৫৬ শতাংশ। মহিষাদলে ভোট পড়েছে ৮১.৯৩ শতাংশ। নন্দকুমারে ভোট পড়েছে ৮২.৩৬ শতাংশ। পাঁশকুড়া পশ্চিমে ভোট পড়েছে ৮১.৬৭ শতাংশ। পাঁশকুড়া পূর্বে ভোট পড়েছে ৮০.৯৪ শতাংশ। তমলুকে ভোট পড়েছে ৮০.২৩ শতাংশ।

election vote

পশ্চিম মেদিনীপুরের উল্লেখযোগ্য আসনগুলির মধ্যে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সবংয়ে ভোট পড়েছে ৮১.২৩ শতাংশ। খড়গপুর সদরে ভোট পড়েছে ৬৮.৩৩ শতাংশ। ঘাটালে ভোট পড়েছে ৭৬.২৯ শতাংশ। ডেবরায় ভোট পড়েছে ৮৩.১০ শতাংশ।


Koushik Dutta

সম্পর্কিত খবর