বাংলাহান্ট ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান ১৮২ টি দেশে পাঁচ লক্ষেরও বেশি করোনা ভাইরাস সংক্রমণ রেকর্ড হয়েছে। পৃথিবীর বহু দেশে চলছে লকডাউন। এই মুহুর্তে ভারতেও করোনা তার থাবা বাড়িয়েছে। দেশে প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের।
এই পরিস্থিতিতে কোভিড -19 চিকিত্সার জন্য সংক্রামিত এবং হাসপাতালে আক্রান্ত ব্যক্তিদের জন্য বাজাজ অ্যালিয়ানজ জেনারেল ইন্স্যুরেন্সের সহযোগিতায় ফোন পে করোনার কেয়ার নামে একটি বীমার ঘোষণা করেছে।
১৫৬ টাকার এই পলিসি ৫৫ বছরের কম বয়সী মানুষদের জন্য।যেখানে পাওয়া যাবে ৫০ হাজার টাকা। যে কোনো হাসপাতালে বৈধ হবে করোনার চিকিৎসা। পাশাপাশি এই ইন্সুরেন্স হাসপাতালে ভর্তি হবার আগে ও পরের সব ভার নেবে।
গ্রাহকরা ফোন পে অ্যাপের মাই মানি বিভাগে অনলাইনে এই ইন্সুরেন্স কিনতে পারবেন। ফোন পে দাবি করেছে যে পুরো প্রক্রিয়াটি 2 মিনিটেরও কম সময় নেয় এবং নীতি সংক্রান্ত নথিগুলি তাত্ক্ষণিকভাবে ফোন পে অ্যাপের মধ্যে জারি করা হবে।
প্রসঙ্গত, করোনা মহামারীর প্রাদুর্ভাব এর পর থেকে স্বাস্থ্য বীমার চাহিদাগুলো ব্যাপকভাবে বেড়ে গেছে। বীমা সংস্থাপক পলিসিবাজার অনুসারে, স্বাস্থ্য বীমা ব্যবসায় 20-30% বৃদ্ধি পেয়েছে, যখন 25 দিনের ব্যবধানে জীবন বীমা ব্যবসা তাদের প্ল্যাটফর্মে 20% বৃদ্ধি পেয়েছে।