বাদ পড়ছে ৭ টি চার্জ, এবার ভাড়া কমছে বিমান সফরের? যাত্রীদের জন্য বড় খবর

বাংলাহান্ট ডেস্ক : আরামে আর খুব কম সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য আজকাল অনেকেই বিমান (Plane) পরিষেবার ওপরেই বেশি ভরসা করে থাকেন। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় যে বিমানে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের উদ্দেশ্য যাত্রীদেরকে অপ্রয়োজনীয় কিছু পরিষেবার জন্য চার্জ দিতে হয়। এবার সেই নিয়মে আসছে বড়সড় বদল।

এতদিন পর্যন্ত বিমানের টিকিট কাটার সময় এমন অনেক চার্জ বাধ্যতামূলক ভাবে যাত্রীদের দিতে হত, যে সব পরিষেবা হয়ত তাদের প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রেই হয়তো যাত্রীরা বিষয়টি ভালোভাবে বুঝে উঠতে পারতেন না আবার বহু ক্ষেত্রেই দেখা যেত যে যাত্রীদের নিজেদেরও কিছু করার থাকত না। কিন্তু এবার চালু হচ্ছে দুটো নতুন অপশন।

আরোও পড়ুন : দিঘা টু দার্জিলিং, এবার কনফার্ম হবে টিকিট! গরমের ছুটিতে একগাদা ট্রেন দিল রেল, দেখুন তালিকা

জানা গিয়েছে, এবার থেকে যাত্রীরা যে যে পরিষেবা পেতে চান, তা বাছাই করে নিয়ে টিকিটের সঙ্গে তার দাম মেটাতে পারবেন। অর্থাৎ, উড়ান সংস্থাগুলিকে ‘অপ্ট ইন’ পদ্ধতির কথা বলা হয়েছে। পাশাপাশি, ‘অপ্ট আউট’ পদ্ধতিতে উড়ানের টিকিট বিক্রি হচ্ছে। অর্থাৎ, সব পরিষেবার জন্যেই টাকা নেওয়া হচ্ছে। এবার আপনি কোনও পরিষেবা না চাইলে তার জন্যে নির্দিষ্ট ভাবে বলতে হবে আপনাকে।

আরোও পড়ুন : বাড়ায় থ্রম্বসিসের ঝুঁকি! কোভিশিল্ড হয়ে উঠতে পারে মারণ ফাঁদ, জানেন এই রোগের উপসর্গ কী কী?

ইতিমধ্যেই, ডিজিসিএ’য়ের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে, টিকিটের থেকে একেবারে আলাদা করে দিতে হবে আর এই সাতটি ক্ষেত্রের চার্জ। সেই তালিকায় রয়েছে, পছন্দের আসন, খাবার, এয়ারলাইন্স লাউঞ্জের ভাড়া, চেক-ইন ব্যাগেজ ফি, খেলাধুলোর সামগ্রীর চার্জ, বাদ্যযন্ত্রের চার্জ, ব্যাগে মূল্যবান জিনিস থাকার ভাড়া। এইভাবে বিমানের বেস ফেয়ার অনেকটা কম হবে বলেই মনে করা হচ্ছে।

malaysia airlines flight 370

নিজেদের সার্কুলারে ডিজিসিএ বলে, ‘উড়ান সংস্থাগুলি কিছু পরিষেবা দেওয়ার নাম করে টিকিট কাটার সময়ই টাকা নিয়ে থাকে যাত্রীদের থেকে। সেই ক্ষেত্রে যাত্রীদের থেকে পাওয়া ফিডব্যাক অনুযায়ী এই পরিষেবাগুলির তেমন কোনও প্রয়োজনীয়তা নেই বলে আমরা বুঝতে পেরেছি। ফলে সেগুলিকে টিকিটের দাম থেকে পৃথক করা হয়েছে।’


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর