ফের শুরু হতে চলেছে প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান ‘মন কী বাত’

 

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফের শুরু করছেন ‘মন কী বাত’। দ্বিতীয় দফায় কেন্দ্রে ফেরার একমাসের মাথায় রেডিওতে ফের, নমো বক্তব্য রাখবেন ‘মন কী বাত’ অনুষ্ঠানে। আগামী ৩০ জুন প্রথম সম্প্রচার শুরু হবে অল ইন্ডিয়া রেডিওতে।

 

মাইগভইন্ডিয়ার তরফে ট্যুইট করে বলা হয়েছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে ফিরেছেন দ্বিতীয়বারের জন্য। সেই সঙ্গেই #মনকিবাত ফিরতে চলেছে মানুষের কাছে। জানা গেছে এই মাসের ‘মন কী বাতে’ আলোচিত হতে পারে দেশের মানুষের কথা, ভাবনা এবং পরামর্শ।

21331 img 20190612 wa0012

জানানো হয়েছে পরামর্শ দেওয়ার জন্য ফোনের লাইন খোলা থাকবে ১১ জুন থেকে ২৬ জুন পর্যন্ত। প্রধানমন্ত্রী চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি শেষবার অংশ নিয়েছিলেন ‘মন কী বাত’ অনুষ্ঠানে। তিনি এই রেডিও অনুষ্ঠানটিকে মন্তব্য করেছিলেন তাঁর অনন্য এক অভিজ্ঞতা বলেও।

সম্পর্কিত খবর