জারি কেন্দ্রের চোদ্দো দফা বিধি! আবাস যোজনার তালিকা থেকে বাতিল সাড়ে ৫ লক্ষ নাম

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে লাগাতার প্রকাশ্যে আবাস দুর্নীতি (Awas Corruption) । দিন দিন লম্বা হয়েই চলেছে সেই দুর্নীতির তালিকা। এবার আবাসের তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে রাজ্যে জারি হল কেন্দ্রের চোদ্দো দফা বিধি। আর তাতেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Aawas Yojna) তালিকা থেকে বাতিল দুর্নীতিগ্রস্ত সাড়ে ৫ লক্ষ নাম।

পরিসংখ্যানের দিক থেকে, গত ১০ ডিসেম্বরের তালিকা অনুযায়ী, আবাস (প্লাস) প্রকল্পের উপভোক্তা তালিকায় ছিল প্রায় ৪৫.৭২ লক্ষ নাম। তবে বর্তমানে রাজ্যভিত্তিক তালিকা অনুযায়ী, ‘যোগ্য’ উপভোক্তা হিসেবে ছাড়পত্র পেয়েছে প্রায় ৪০.২৭ লক্ষ উপভোক্তা। যার অর্থ দাঁড়ালো এখনও পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লক্ষ নাম বাদ পড়েছে তালিকা থেকে।

উপভোক্তা তালিকায় কোন ব্যক্তি নাম নথিভুক্ত করতে পারে তা যাচাই করার একটি গুরুত্বপূর্ণ একটি ধাপ হল, বাড়ির দাবিদারের জব কার্ডের (একশো দিনের প্রকল্পের) যথার্থতা খতিয়ে দেখা। এক পরিবারের একাধিক ভোক্তার নাম জব কার্ডে থাকলে সেক্ষেত্রে কিভাবে স্বচ্ছতা বজায় রাখা যেতে পারে! এই এই পরিস্থিতিতে কী করা যেতে পারে, তার ব্যাখ্যা চেয়ে ১৩ এবং ১৯ ডিসেম্বর কেন্দ্রকে চিঠি পাঠিয়েছিল রাজ্য। তার উত্তরে গত ২০ ডিসেম্বর গ্রামোন্নয়ন মন্ত্রক তরফে রাজ্যের পঞ্চায়েত দফতরকে জানানো হয়েছে, একটি জব কার্ডের যে কোনও এক জন উপভোক্তাকেই বাড়ি দেওয়া যাবে। অর্থাৎ, পরিবারের কোনও এক জন সদস্যই বাড়ি পাওয়ার যোগ্য। সেই মতই যাচাই হবে তালিকা। তবে কেন্দ্র তরফে নির্দেশ, তালিকা যাচাইয়ের পর আর কোনও সংশোধন বা তথ্যবদলও করতে পারবে না রাজ্য।

pmay

অন্যদিকে, প্রথম পর্যায়ে ভোক্তা তালিকা সংশোধনের পর চূড়ান্ত অনুমোদনের পরে তা আপলোডও করতে হচ্ছে কেন্দ্রের নির্দিষ্ট ডেটাবেসে। সেই সময় কেন্দ্রীয় বিধির বাইরে থাকা কোনো নাম সেখানে বর্তমান তখলে তা ধরা পড়ছে সিস্টেমএ। ফলে সেগুলিকে গ্রাহ্য করছে না কেন্দ্রের সফটওয়্যার। আর এভাবেই চলছে যাচাই প্রক্রিয়া। বিশেষজ্ঞ মহলের অধিকাংশর মত, কেন্দ্রের এই নয়া নির্দেশীকা রাজ্য প্রশাসনের উপর যথেষ্টই চাপ সৃষ্টি করছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর