বাংলা হান্ট ডেস্ক: আগামীকাল পয়লা বৈশাখ। নতুন বছর বরণের দিন, উৎসবের আনন্দে মেতে ওঠার দিন। তবে এই খুশি-আনন্দে ব্যাঘাত ঘটাতে হাজির হবে না তো বৃষ্টি? কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর? জানুন লেটেস্ট আপডেট। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পয়লা বৈশাখ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা। ওদিকে বৃষ্টিতে ভিজবে উত্তর দক্ষিণের একাধিক জেলা।
গত কয়েকদিনে ভারী বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে (South Bengal)। কোথাও কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজেছে। বেড়েছে তাপমাত্রাও। আবহাওয়া দপ্তরের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী, নতুন বছর থেকেই লাফিয়ে বাড়বে গরম। দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর দশা হবে। তবে এর মাঝেও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি চলবে। বৃষ্টি হবে আগামীকালও।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়ার কিছু অংশে। তবে খুবই স্বল্প সম্ভাবনা। এছাড়া দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভান নেই। বৃষ্টি হবে না কলকাতাতেও। পয়লা বৈশাখ (Poila Baisakh 2024) থেকেই গোটা দক্ষিণবঙ্গেই গরম বাড়বে। শীঘ্রই তাপমাত্রা টপকাতে পারে ৪০ ডিগ্রির গন্ডি।
আবহাওয়া দপ্তরের জানিয়েছে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে কেবল দক্ষিণবঙ্গই নয় পাশাপাশি আজ থেকেই
গোটা রাজ্যে তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আজ ও আগামীকাল বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে। বৃষ্টিতে ভিজতে পারে দিঘা-সহ পূর্ব মেদিনীপুর।
আরও পড়ুন: রামনবমীর মিছিল করতে বাধা নেই! তবে মানতে হবে একগুচ্ছ শর্ত! জানিয়ে দিল হাই কোর্ট
পয়লা বৈশাখে বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আগামী সাত দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে।