দুর্গম ‘পয়েন্ট নিমো’য় পৌঁছে রেকর্ড ২ ভারতীয় নারীর! নতুন মাইলফলক নৌবাহিনীর অফিসারদের

বাংলাহান্ট ডেস্ক : প্রশান্ত মহাসাগরে অবস্থিত ‘পয়েন্ট নিমো’য় পৌঁছে অনন্য নজির সৃষ্টি করলেন ভারতের (India) ২ মহিলা নৌবাহিনীর অফিসার (Indian Navy)। পৃথিবীর স্থলভূমি থেকে সব থেকে দূরবর্তী স্থানে অবস্থিত ‘পয়েন্ট নিমো’ এতটাই দুর্গম যে সেখানে সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব নয়।

ভারতের (India) নৌ বাহিনীর বেনজির কীর্তি

লেফটেন্যান্ট কমান্ডার দিলনা কে এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপা বৃহস্পতিবার ভারতীয় নৌ বাহিনীর সেলিং ভেসেল তারণীতে চেপে এ পয়েন্ট নিমো পার করে তৈরি করলেন নতুন উদাহরণ। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১২ টায় পয়েন্ট নিমোতে পৌঁছাতে সক্ষম হয়েছেন ভারতের (India) দিলনা ও রূপা।

আরোও পড়ুন : প্রাক্তনের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ, বিয়ের আগেই মা হওয়ার সিদ্ধান্ত নেন এই বাঙালি টেলি নায়িকা!

স্থলভূমি থেকে প্রায় ২,৬৮৮ কিলোমিটার দূরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে (Pacific Ocean) অবস্থিত পয়েন্ট নিমোকে পৃথিবীর স্থলভাগের সব থেকে দূরবর্তী স্থান হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। নাভিকা সাগর পরিক্রমা ২ মিশনের আওতায় বিশ্ব পরিক্রমা ভ্রমণে বেরিয়েছেন ভারতীয় নৌবাহিনীর এই দুই মহিলা অফিসার।

আরোও পড়ুন : নতুন পথচলা শুরু, সিরিয়াল শুরুর আগেই “নজির” গড়ল বেঙ্গল টপার মেগার প্রোডাকশন হাউজ!

সেই যাত্রা পথেই নৌবাহিনীর এই দুই অফিসার পার করেছেন প্রশান্ত মহাসাগরের দুর্গম স্থান। সূত্রের খবর, এই দুই মহিলা অফিসার পয়েন্ট নিমো পার করার সময় সেই জায়গার জলও সংগ্রহ করেন। সংগ্রহ করা সেই জল বিশ্লেষণ করে দেখবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি। এখান থেকে স্ট্যানলির দিকে যাত্রা করবেন এই দুই অফিসার।

Point Nemo Two Women navy Officers Of India

গত ২ অক্টোবর ভারতীয় নৌবাহিনীর এই দুই মহিলা অফিসার বিশ্ব ভ্রমণের জন্য বের হন নাভিকা সাগর পরিক্রমা ২ মিশনের আওতায়। তরণীতে চেপে গোয়া থেকে তাঁরা যাত্রা শুরু করেন। অভিযানের দ্বিতীয় পর্ব শেষ করে নিউজিল্যান্ডের লিটেলটন বন্দরে এসে তাঁরা পৌঁছান ২২ ডিসেম্বর।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর