সৌদিকে রুখে দিলেন পোল্যান্ড গোলরক্ষক সেজনি! বিশ্বকাপে প্রথম গোল করে আবেগে কাঁদলেন লেওয়ানডোস্কি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মেসিকে আটকে দিলেও রবার্ট লেওয়ানডোস্কির কাছে আটকে গেল সৌদি আরব। গোটা ৯০ মিনিট জুড়ে দুর্দান্ত ফুটবল খেলেও গোলের মুখ খুলতে পারলেন না হার্ভি রেনার্ডের ছেলেরা। গত ম্যাচে জয়সূচক গোল করে শিরোনামে এসেছিলেন আল দাওসারি। আজ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে দলকে চাপে ফেলে দিলেন।

ম্যাচটা স্মরণীয় হয়ে থাকলো বার্সেলোনার তারকা পোলিশ স্ট্রাইকার রবার্ট নেওয়ানডোস্কির জন্য। গত ম্যাচে পেনাল্টি নষ্ট করে খলনায়ক হয়েছিলেন মেক্সিকোর বিরুদ্ধে। আজ পোল্যান্ডের প্রথম গোলটির ক্ষেত্রে জেলেনস্কির অ্যাসিস্ট করে দলকে সুবিধাজনক জায়গা এনে দিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে সৌদি আরব ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে নিজের প্রথম গোলটি করে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই মুহূর্তটি তার কাছে কতটা আবেগের।

আজকে অবশ্য পোল্যান্ড ভক্তদের এই জয়ের জন্য ধন্যবাদ দিতে ধন্যবাদ দিতে হবে তাদের জুভেন্টাসের হয়ে খেলা গোলরক্ষক সেজনিকে। আজকের পেনাল্টিটি সহ আরও অসাধারণ সমস্ত সেভ করে পোল্যান্ডকে রক্ষা করেছেন তিনি। অসংখ্য সুযোগ নষ্ট করেছে সৌদি আরব। নিরপেক্ষ ফুটবলপ্রেকুদের জিজ্ঞাসা করলে তারা এটা মানতে দ্বিধা করবে না যে আজকে সৌদি আরব ছিল বেশি সুযোগ তৈরি করা দল।

আজকে পোল্যান্ডের জয় বেশ কিছুটা চাপ বাড়লো আর্জেন্টিনার খবর। মেক্সিকোর বিরুদ্ধে তাদের আজকে রাতের ম্যাচ কার্যত নকআউটের সমান। তবে আর্জেন্টিনার মত দল এত সহজে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন এমনটা ভাবছেন না কেউই। আপাতত একটি জয় ও একটি ড্র সহ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সি-এর শীর্ষে চলে গেল পোল্যান্ড।


Reetabrata Deb

সম্পর্কিত খবর