বাংলা হান্ট ডেস্কঃ ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা মাষ্টার ব্লাস্টার সচিন তেন্দুলকারের বন্ধু বিনোদ কাম্বলিকে রবিবার মুম্বই পুলিশ গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে বান্দ্রাতে নিজের আবাসনের গেটে গাড়ি নিয়ে টক্কর মারার গুরুতর অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে যে, কাম্বলির বিরুদ্ধে নিজের সোসাইটির গেটে গাড়ি নিয়ে টক্কর মারার অভিযোগ উঠেছে। যদিও, গ্রেফতার করার পর তাঁকে জামিনে মুক্ত করা হয়েছে। তবে, এটাই প্রথমবার না যে কাম্বলি কোনও মামলায় ফাঁসলেন।
কাম্বলি নিজের বদমেজাজের জন্য বিখ্যাত। এর আগে ২০১৫ সালে কাম্বলি এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে তাদের ঘরের চাকরানী গুরুতর অভিযোগ করেছিলেন। ২০১৫ সালে বিনোদ কাম্বলি আর তাঁর স্ত্রী অ্যান্ড্রিয়া হেবিটের বিরুদ্ধে FIR-ও দায়ের করা হয়েছিল।
কাম্বলি দম্পতির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তাদের কাছে মাসিক বেতন চাওয়ায় তাঁরা চাকরানীকে তিনদিন একটি রুমে বন্দি বানিয়ে রেখেছিলেন। যদিও, কদিন পর মামলা পুরোপুরি পাল্টে যায়। কাম্বলি আর তাঁর স্ত্রী তাদের চাকরানীর বিরুদ্ধে ড্রাগস নেওয়ার অভিযোগ তোলেন।
বর্তমান ঘটনা নিয়ে জানা যাচ্ছে যে, কাম্বলি মত্ত অবস্থায় ড্রাইভিং এবং তাঁরই আবাসনের গেটে সেই গাড়ি নিয়ে গিয়ে টক্কর মেরেছিলেন। যার জেরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তবে বর্তমানে তিনি জামিনে মুক্ত।