বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র দু’দিন। শহরের বুকে জমায়েত হবে লক্ষ লক্ষ তৃণমূল কর্মী-সমর্থক। ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশ ঘিরে প্রস্তুত কলকাতা পুলিশ। কারণ, শুধু দলের বার্তা নয়, এই সমাবেশ হয়ে উঠতে পারে লোকসভা ভোটের প্রচার শুরু করার ক্ষেত্র। আর সেই মিছিলে ভিড় হওয়াটাই স্বাভাবিক। তাই ধর্মতলার রাস্তা ও আশপাশের অঞ্চলে যানজট এড়াতে নজরদারির কড়াকড়ি থাকবে বলে জানালেন পুলিশ কমিশনার মনোজ বর্মা (Manoj Verma)।
হাইকোর্টের নির্দেশ, শহরে কেউ যেন না পড়েন সমস্যায়
শহরের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত সাতটি বড় মিছিল আসবে ধর্মতলার দিকে, এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ। পাশাপাশি শহরের ২২টি এলাকায় জমায়েত হবে বলে খবর। পুলিশ জানায়, যান নিয়ন্ত্রণে রাখা হচ্ছে একাধিক কুইক রেসপন্স টিম, অ্যাম্বুলেন্স, ভিউ কাটার, ব্যারিকেড। ১৪টি জোনে আইপিএস (IPS) পর্যায়ের অফিসার, প্রতিটি মেট্রো স্টেশনে সাব ইনস্পেক্টর (Sub-Inspector)। হাইকোর্ট (Calcutta High Court) স্পষ্ট বলেছে, যেন সাধারণ মানুষ সমস্যায় না পড়েন।
কোথা থেকে কোন গাড়ি কোথায় থাকবে? জেনে নিন
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, সব জেলা থেকেই মিছিল আসবে। সেই অনুযায়ী শহরের বিভিন্ন অংশে পার্কিংয়ের জায়গা নির্দিষ্ট করা হয়েছে, যেমন গঙ্গাসাগর মাঠ, YMCA, বিবি গাঙ্গুলি ক্রসিং, ময়দান, ডাফরিন রোড ইত্যাদি। এজেসি বোস রোড, সিআইটি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে গাড়ি শহরে ঢুকবে।
কী কী নিরাপত্তা ব্যবস্থা থাকছে?
- শহরের বিভিন্ন প্রান্তে রাখা থাকবে ১৮টি অ্যাম্বুলেন্স।
- মিছিল নিয়ন্ত্রণে ব্যবহার হবে বাঁশের গেট, ব্যারিকেড, ভিউ কাটার।
- রাখা হতে পারে জায়ান্ট স্ক্রিন।
- সভাস্থলে থাকবে ৩টি কুইক রেসপন্স টিম।
- প্রতিটি মিছিলে থাকবে পুলিশ, বড় মিছিলে থাকবেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার।
- ১৪টি জোনে থাকবেন আইপিএস অফিসাররা।
- মেট্রো স্টেশনে মোতায়েন থাকবেন সাব-ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার।
সমস্যায় পড়লে ফোন করুন এই নম্বরগুলিতে
কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma) জানিয়েছেন, সাধারণ মানুষ যদি কোথাও সমস্যায় পড়েন, তাঁরা সরাসরি ট্র্যাফিক গার্ডের অফিসার বা নিচের নম্বরগুলিতে ফোন করতে পারেন—
টোল ফ্রি নম্বর: ১০৭৩
মোবাইল নম্বর: ৯৮৩০৮১১১১১, ৯৮৩০০১০০০০
আরও পড়ুনঃ ২১ জুলাই কোন কোন রাস্তা বন্ধ থাকবে? জানুন এক ক্লিকে
মঞ্চে থাকবেন মমতা, ভিড়ে থাকবে ‘ভিডিও’ স্ক্রিন
সূত্রের খবর, ধর্মতলার সভামঞ্চ ঘিরে তিনটি কুইক রেসপন্স টিম থাকবে, বসানো হতে পারে জায়ান্ট স্ক্রিন। প্রতিটি থানাকে আলাদা করে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়।