বাংলা হান্ট ডেস্কঃ পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট (Police Deputy Superintendent) থেকে সোজা কনস্টেবল! রাতারাতি ডিমোশন হল উচ্চ পদস্থ পুলিশ কর্তার। কী এমন করেছিলেন তিনি? সম্পূর্ণ ঘটনা জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ডেপুটি সুপার থেকে কনস্টেবল পদে ডিমোশনের এই ঘটনায় পুলিশ (Police) মহলেও রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
জানা যাচ্ছে, ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পদে চাকরি করছিলেন কৃপা শঙ্কর কনৌজ। এবার তাঁকেই ডিমোশন করিয়ে কনস্টেবল পদে পাঠিয়ে দেওয়া হয়েছে। বছর তিনেক আগে একটি হোটেল রুমে মহিলা কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছিলেন কৃপা। এবার তার ‘শাস্তি’ স্বরূপ ডিমোশন করা হল তাঁর। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)।
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের জুলাই মাসে। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন কৃপা। তবে বাড়ি না ফিরে কানপুরের একটি হোটেলে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন একজন মহিলা কনস্টেবল (Constable)। হোটেলে চেক ইন করার পর দু’জনেই নিজেদের ফোন সুইচ অফ করে দেন।
আরও পড়ুনঃ BJP কর্মীর অস্বাভাবিক মৃত্যু! গলাকাটা দেহ উদ্ধার হতেই নলহাটিতে চাঞ্চল্য
এদিকে স্বামীর কোনও খোঁজ না পেয়ে চিন্তিত হয়ে পড়েন কৃপার স্ত্রী। পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। খোঁজ নেওয়ার পর জানা যায়, কানপুরের একটি হোটেলে চেক ইন করার পর কৃপার ফোন সুইচ অফ হয়ে গিয়েছে। অঘটনের আশঙ্কা করে ওই হোটেলে যায় উন্নাও পুলিশ। তবে সেখানে গিয়ে আপত্তিকর অবস্থায় পাওয়া যায় কৃপা এবং ওই মহিলা কনস্টেবলকে।
কাজ থেকে ছুটি নিয়ে মহিলা কনস্টেবলের সঙ্গে পরকীয়া করায় উন্নাওয়ের বিঘাপুরের ওই সার্কেল অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এরপর তদন্তের পর সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়। এবার ওই ঘটনা ঘটার প্রায় বছর তিনেকের মাথায় ‘শাস্তি’ দেওয়া হল কৃপাকে। ডেপুটি সুপারের পদ থেকে সরিয়ে গোরখপুরের ২৬তম প্রভিনশিয়াল আর্মড কনস্টেবলারি ব্যাটেলিয়নের কনস্টেবল পদে ডিমোশন করে দেওয়া হয়েছে।