সুশান্তের পর আত্মহত্যা করলেন জনপ্রিয় টিকটক স্টার সিয়া কক্কর

বাংলাহান্ট ডেস্কঃ সুশান্তের পর আত্মহত্যা করলেন টিকটক স্টার। মাত্র ১৬ বছর বয়সেই আত্মহত্যা করলেন জনপ্রিয় টিকটক স্টার সিয়া কক্কর। নয়া দিল্লির প্রীত বিহারে নিজের বাড়িতে আত্মহত্যা করেন সিয়া কক্কর। তবে কেন তিনি করলেন এই কাজ? ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ ৷ কেন তিনি এই পথ বেছে নিয়েছেন সেটি এখনও জানতে পারা যায়নি ৷

https://www.instagram.com/p/CAr1LtYpcLL/?igshid=1ayrpf9u68m26

তবে কী কারণে সিয়া আত্মহত্যা করেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ব্যক্তিগত কারণেই ওই টিকটক স্টার আত্যহত্যা করেছেন বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার অর্জুন সারিন।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আঘাত এখনও মানুষ সহে উঠতে পারেননি তারই মাঝে এমন দুঃখজনক ঘটনা ফের শোকের আবহ তৈরি করেছে ৷ জানতে পারা গিয়েছে বুধবার রাতে ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলেন সিয়া কক্কর ৷ অর্জুন জানিয়েছেন সেই সময়ে সিয়া একদম ঠিকঠাক ছিলেন কিন্তু তিনি বুঝতে পারছেন না কেন এমন পদক্ষেপ করেছেন সিয়া? সিয়া কক্কর ইনস্টাগ্রামে নিজের শেষ পোস্ট শেয়ার করেছেন ৷

jiya

রিপোর্টে প্রকাশ, টিকটকে ১ মিলিয়ন ফলোয়ার সিয়ার। অন্যদিকে ইনস্টাগ্রামেও রয়েছে তাঁর ১ লক্ষ ফলোয়ার। ফলে কাজের জগতের জন্য নয়, ব্যক্তিগত কারণেই সিয়া কক্কর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে পুলিস তদন্ত শুরু করেছে।

যদিও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে পুলিস কোনও মন্তব্য করেনি। পাশাপাশি সিয়ার পরিবারের তরফেও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। প্রথমে ইরফান খান, তারপরে ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুতের মত তারকার মৃত্যুতে ক্রমাগতই অপূরণীয় ক্ষতি হচ্ছে বলিউডে ৷ মাত্র ১৬ বছর বয়সে সিয়া কক্করের মৃত্যুও বড়সড় ধাক্কা দিয়েছে আমজনতা থেকে সেলিব্রিটিদের৷

সম্পর্কিত খবর