‘পাঁচ’ নম্বর বিয়েটাও অবৈধ! অন্তঃসত্ত্বা পরীমণিকে আইনি নোটিস আইনজীবীর

বাংলাহান্ট ডেস্ক: বিপদ যেন পিছু ছাড়ছে না পরীমণির (Porimoni)। মা হতে চলেছেন তিনি। শুটিং থেকে অবসর নিয়েছেন বেশ কিছুদিনের। সদ‍্য বিবাহিত ‘পঞ্চম’ স্বামী শরিফুল রাজের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন। কিন্তু আইনি জটিলতার থেকে এত সহজে রেহাই পাচ্ছেন বাংলাদেশি নায়িকা।

কিছুদিন আগেই ধুমধাম করে রাজের সঙ্গে বিয়ে সেরেছিলেন পরীমণি। তাঁর এটি কত নম্বর বিয়ে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সকলের। তবে অনেকের মতে, এই নিয়ে নাকি পাঁচ নম্বর বার বিয়ের পিঁড়িতে বসলেন পরীমণি। কিন্তু সেই বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। কুমিল্লার জজ আদালতের আইনজীবী জয়নাল আবেদিন মাযহারী জানা পরীমণি ও তাঁর বর্তমান স্বামী শরিফুল রাজকে আইনি নোটিস পাঠিয়েছেন।

bbvbvb 4
ওই আইনজীবীর দাবি, ২০১২ সালে যশোরের কেশপুর এলাকার ফেরদৌস কবীর সৌরভের সঙ্গে বিয়ে হয়েছিল পরীমণির। রেজিস্ট্রি ম‍্যারেজ করেছিলেন তাঁরা। কিন্তু সেই স্বামীকে তালাক না দিয়েই রাজকে বিয়ে করে নিয়েছেন পরীমণি। বাংলাদেশের আইন অমান‍্য করেছেন, অভিযোগ করেছেন আইনজীবী।

তাঁর দাবি, নায়ক নায়িকার বিয়ে যে বৈধ তার প্রমাণ দিতে হবে। মঙ্গলবার আইনি নোটিস হাতে পেয়েছেন পরীমণিরা। আগামী সাতদিনের মধ‍্যে জবাব চেয়েছেন আইনজীবী। নয়তো পরীমণি ও রাজের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন ওই আইনজীবী।

IMG 20220216 202837

প্রসঙ্গত, কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। আপাতত তিনি সুস্থ হয়ে উঠলেও আর কোনো ঝুঁকি নিতে চান না পরীমণি। তাই অভিনয় থেকে বিরতি নিয়ে মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন তিনি। ‘প্রীতিলতা’ ছবির যে অংশটুকুর শুটিং বাকি সেখানে বেশ দৈহিক পরিশ্রম রয়েছে বলে জানান পরীমণি।

তাই আপাতত সেই ছবির শুটিং মুলতুবি রেখেছেন তিনি। ছবির পরিচালক জানান, পরীমণির ভাবী সন্তানের কথা ভেবেই শুটিং বন্ধ রাখা হয়েছে। অভিনেত্রী মা হওয়ার পর সুস্থ শরীরে ফের যোগ দিন, এটাই চান সকলে।

Niranjana Nag

সম্পর্কিত খবর