অমিত শাহের বিরুদ্ধে পোস্টার ফেলল তৃণমূল! শহরজুড়ে ‘মোটা ভাই, ভোট নাই’

বাংলা হান্ট ডেস্ক: ধর্মতলায় আজ শাহি সভা। দুপুর ২টো নাগাদ ভিক্টোরিয়া হাউসের সামনে সভামঞ্চে এসে পৌঁছবেন অমিত শাহ (Amit Shah)। আর তার আগে শহরজুড়ে পোস্টার তৃণমূলের। সেখানে লেখা, ‘মোটা ভাই, ভোট নাই’।

উল্লেখ্য, ‘মোটা ভাই’ বলে অমিত শাহকেই কটাক্ষ করেছে তৃণমূল। ইতিমধ্যেই তৃণমূলের তরফে সে কথা জানিয়ে দলের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) জানান, শহরজুড়ে ব্যানার দেওয়া হয়েছে। মোটা ভাই অমিত শাহ পুনরায় বাংলায় প্যাসেঞ্জারি শুরু করেছেন। কিন্তু ঠিক যে কারণে তিনি আসছেন, সেই ‘ভোট’ যে আর তার দলের জন্য নেই! এই বার্তা দিতেই তৃণমূল কংগ্রেস সোশাল মিডিয়া ও আইটি সেলের উদ্যোগে শহর জুড়ে পোস্টার, ব্যানার।’

untitled design 20231129 124526 0000

আর সেই পোস্টারের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। জানা যাচ্ছে, নাগেরবাজার মোড়, ফুলবাগান আইল্যান্ড, ফুলবাগান SBI, কাঁকুড়গাছি আইল্যান্ড, কাঁকুড়গাছি মোড়, পুরোনো পেট্রোল পাম্প, হাডকো টু রাজারহাট ক্রসিং, বিধাননগর স্টেশন, উল্টোডাঙ্গা ফ্লাইওভার, VIP Road কানেক্টর, সল্টলেক বিকাশ ভবন, করুণাময়ী সল্টলেক, বিধাননগর আজাদহিন্দ, কলেজ মোড়, হাতিবাগান মোড়, শ্যামবাজার মোড়,
গিরিশ পার্ক (সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং), গিরিশ পার্ক (বিবেকানন্দ ক্রসিং), শোভাবাজার, বিবেকানন্দ রোড, রাজাবাজার মোড়, মৌলালি SN ব্যানার্জি রোড ক্রসিং, তালতলা মোড়, চাঁদনি চক মেট্রো, ডরিনা ক্রসিং, হেঁদুয়া বিধান সরণী, সুকিয়া স্ট্রীট মোড়, রাজা দিনেন্দ্র স্ট্রীট ক্রসিং, শ্রীমানি বাজার রবীন্দ্র সরণী, রাম মন্দির পেট্রোল পাম্প, হ্যারিসন রোড, (এমজি রোড, আর্মহারস্ট স্ট্রীট ক্রসিং), শিয়ালদহ স্টেশন, শিয়ালদহ ব্রিজ, বিবি গাঙ্গুলি স্ট্রীট, (বউবাজার ক্রসিং)- সহ একাধিক জায়গায় ‘মোটা ভাই, ভোট নাই’ পোস্টারে ছয়লাপ করা হয়েছে।

Monojit

সম্পর্কিত খবর