বাংলা হান্ট ডেস্ক : প্রতিযোগিতার যুগে টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বয়সকালে কীভাবে জীবন কাটবে তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেকেই। তবে এবার সেই চিন্তা থেকে মুক্তি দিতে এক নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে। দেশের প্রবীণ নাগরিকদের মাসিক আয়ের জন্য একটি প্রকল্প হল ‘প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনা’ (Pradhan Mantri Vaya Yojana)। এই প্রকল্পে (Scheme) আপনি ৬০ বছর বয়সের পর নিয়মিত একটি পেনশন (Pension) পেতে থাকবেন।
চার রকমের সুযোগ
বিনিয়োগকারীকে মোট চার ধরণের বিনিয়োগের অপশন দেওয়া হবে। আমানতকারী পেনশন বা ‘পারচেজ প্রাইস’ এই মধ্যে যেকোনও একটি বেছে নিতে পারবেন। বাৎসরিক, ষাণ্মাসিক, ত্রৈমাসিক বা মাসিক হারে পেনশনের সুবিধা রয়েছে এখানে। মাসিক হারে পেনশন পেতে হলে একবারে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে আপনাকে।
কীভাবে পেনশন
একবার বিনিয়োগ করার পর আমানতকারী বাৎসরিক, ষাণ্মাসিক, ত্রৈমাসিক বা মাসিক হারে পেনশন পেতে থাকবেন। NEFT বা আধার যুক্ত পেমেন্ট সিস্টেমে এই টাকা পাবেন আমানতকারী। পাশাপাশি বিনিয়োগকারী যে হিসেবে পেনশন চাইছেন তার উপর নির্ভর করে কিস্তির টাকা পেতে থাকবেন।
আরও পড়ুন : পিক পরিস্কার করতেই খরচ হাজার হাজার কোটি! ট্রেনে নিষিদ্ধ হচ্ছে গুটখাও, কড়া পদক্ষেপ রেলের
পলিসি ফেরত নেওয়া যায়
তবে এই প্রকল্পের সবচেয়ে ভালো সুবিধা হল, কেউ যদি পলিসি করার পর মনে করেন যে তিনি সন্তুষ্ট নন তাহলে তিনি টাকা ফেরত নিয়ে নিতে পারেন। এবং এরপর ১৫দিন পরে (অন লাইনে ৩০ দিনের) মধ্যে তা ফেরত দেওয়া যায়। যদিও স্ট্যাম্প ডিউটি বাবদ কিছু টাকা কেটে নেওয়া হয় এতে।
আরও পড়ুন : ৩ জেলায় অসঙ্গতি, আবাস যোজনার ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চেয়ে নবান্নে ‘পত্রবোমা’ কেন্দ্রের
সুবিধা
প্রথমেই জানিয়ে রাখি, ১০ বছরের বিনিয়োগের জন্য ৭ থেকে ৯ শতাংশ হারে সুদ পাবেন বিনিয়োগকারী। মাসিক ১ থেকে ১০ হাজার টাকার পেনশন পাওয়ার সুবিধা রয়েছে এতে।
আরও পড়ুন : এক দশক ধরে থমকে রয়েছে বাংলার এই রেলপথের কাজ! আশায় বুক বাঁধছে মানুষ, ফের শুরু হল তৎপরতা
ডেথ বেনিফিট
প্রকল্পের মেয়াদ থাকাকালীন বিনিয়োগকারী বা পেনশনভোগী মারা গেলে এই টাকা পেয়ে যাবে তার আইনী উত্তরাধিকারী বা নমিনিকে।
যোগ্যতা
বিনিয়োগকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। বৈধ পরিচয়পত্র থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা কত হবে তা এখনও জানা যায়নি।
আবেদন প্রক্রিয়া
LIC-র নিজস্ব ওয়েবসাইটে গিয়েও এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। ওয়েবসাইটে একটি আবেদনপত্র পাবেন তা পূরণ করে সাবমিট করতে হবে। সেই সাথে দিতে হবে আধার কার্ড,ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, বয়স এবং বাসস্থানের প্রমাণপত্র। যদি আবেদনকারী চাকুরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে দিতে হবে অবসর নেওয়ার প্রমাণপত্র।