পুজোর আগে হলুদ ধাতু কেনার আজই কী সেরা সময়? কততে বিকোচ্ছে সোনা-রুপো, দেখুন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গোটা পৃথিবীতে সব থেকে বেশি সোনা ও রুপোর অলংকার ব্যবহার হয় ভারতে। ভারতীয়রা চিরকালই সোনা ও রুপোর প্রতি আকৃষ্ট। বিশেষ করে ভারতীয় মহিলাদের সোনার গহনার প্রতি থাকে বিশেষ ঝোঁক। আবার অনেকেই সোনা ও রূপোকে বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নেন।

তবে সোনা (Gold) বা রুপোর (Silver) গহনা কেনার আগে আমাদের যে কথাটা সব থেকে প্রথম মাথায় আসে সেটি হল এর দাম (Price)। প্রতিদিনই সোনা ও রুপোর দাম ওঠানামা করে। তাই কেনার আগে অবশ্যই একবার দামের দিকে নজর দেওয়া উচিত। পূজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যেই বহু মানুষ শুরু করে দিয়েছেন পুজোর শপিং।

আরোও পড়ুন : বাবা হতদরিদ্র গৃহশিক্ষক! পাশে ছিল কেবল “আগামীর অভিষেক”, লক্ষ্যপূরণের পথে সুস্মিতা

অনেকেই ভাবছেন পুজোর আগে সোনা বা রুপোর গহনা কেনার কথা। পুরনো দিনের গৃহবধূদের পাশাপাশি আজকালকার আধুনিকারাও চাইছেন পুজোর দিনগুলোতে হালকা সোনার গয়নায় সেজে ওঠতে। সেক্ষেত্রে আজ অর্থাৎ ১৫ ই সেপ্টেম্বর ২০২৩ তারিখে কলকাতায় সোনা-রুপোর দর কত চলুন দেখে নেওয়া যাক।

আরোও পড়ুন : Jio, Airtel, Vi-কে ফেরত দিতে হবে টাকা! বড় নির্দেশ ট্রাইয়ের, বেজায় খুশি গ্রাহকরা

সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছিল গত ১৩ই সেপ্টেম্বর। সেদিন কেজি প্রতি রুপোর দাম ১ হাজার টাকা কমেছিল। অন্যদিকে, ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কমেছিল যথাক্রমে ৩৪ টাকা এবং ৩৮ টাকা। তারপর থেকে এখনো পর্যন্ত সোনা ও রুপোর দামে পরিবর্তন আসেনি। অর্থাৎ গত ১৩ ই সেপ্টেম্বরের পর আজ পর্যন্ত সোনা-রুপোর দাম বাড়েনি বা কমেনি।

silver gold price on 5 th march in kolkata

আজ কলকাতায় এক কেজি রুপোর দাম ৭৩৫০০ টাকা। গতকালও এই টাকায় এক কেজির রূপো বিকিয়েছে কলকাতার বাজারে। আজ কলকাতার বাজারে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৪৫০০ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারেটের সোনা আজ কলকাতার বাজারে বিক্রি হচ্ছে ৫৯৪৫০ টাকায়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X