আপার প্রাইমারি তালিকা প্রকাশ !

অমিত সরকার : 2015 সালের অগাস্ট মাসে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছিল, 2016 সালে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও মামলায় তাই দীর্ঘ দুই বছর পর অর্থাত্ 2018 সালে ইন্টারভিউয়ের জন্য ভেরিফিকেশন পর্ব শুরু করে স্কুল শিক্ষা কমিশন৷ 2019 সাল থেকে শুরু হয় ইন্টারভিউ ,কয়েকটি কাউন্সিলিংয়ের পর শেষ করা হলেও যদিও এখনও তা অব্যাহত৷

তাই যাতে উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের শীঘ্রই মেধাতালিকা প্রকাশ করা যায় একই সঙ্গে উচ্চ প্রাথমিকে ভেরিফিকেশন হওয়া প্রার্থীদের ইন্টারভিউ শেষ করা যায় তার দিকেই নজর রাখছে আদালত৷

গতকাল মামলার শুনানিতে সাত দিনের মধ্যে উচ্চ প্রাথমিকের মেধা তালিকার প্রাপ্ত নম্বর প্রকাশ করতে কমিশনকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য৷ তিনি সাফ নির্দেশ দিয়েছেন, মেধা তালিকায় টেটে প্রাপ্ত নম্বর, শিক্ষাগত যোগ্যতা, প্রফেশনাল কোয়ালিফিকেশন ও মৌখিক পরীক্ষায় কত নম্বার পেয়েছে, তার তালিকাও প্রকাশ করতে হবে৷

84e83e78 92ef 4ef9 93d4 2f3f3b64e34c

এই চার বিভাগে নম্বরের যোগফল উল্লেখ করতে বলা হয়েছে কমিশনকে৷ এমনকি আদালতের নির্দেশ মেনে এই নিয়োগ প্রক্রিয়া করতেও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মামলার পরবর্তী শুনানি৷ কলকাতা হাইকোর্টের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে মেধাতালিকা প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল কমিশন৷

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর