বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে ধুন্ধুমার দশা রাজ্যে। যোগ্যপ্রার্থী নিয়োগের দাবিতে কলকাতার রাজপথে চলছে চাকরিপ্রার্থীদের আন্দোলন-অনশন, অন্যদিকে আদালতে চলছে একাধিক মামলা। এরই মাঝে এবার এক অভিনব প্রতিবাদের সাক্ষী রইল গোটা বাংলা। ধর্মতলা বা আদালত চত্বর নয়, একেবারে বিয়ের আসর থেকেই যোগ্যদের চাকরি নিয়ে স্লোগান তুললেন কনে।
খোদ বিয়ের কনের মুখে এহেন স্লোগান শুনে কিছুটা অবাক আমন্ত্রিতরা। ‘নিয়োগ নিয়োগ নিয়োগ চাই, বঞ্চিতদের নিয়োগ চাই।’ ‘আমাদের বঞ্চনা মানছি না মানবো না।’ ‘বিয়ের আসর থেকে দিচ্ছি ডাক বঞ্চিতরা চাকরি পাক।’ যুবতীর সঙ্গে একই সঙ্গে গলা মেলাচ্ছেন বিয়েতে আসা অন্যান্য বঞ্চিতরা। এককথায় তার সহযোদ্ধারা।
অভিনব এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার ভাতরে। কনের নাম অভয়া রায় (Abhaya Roy)। বিয়ের আসর থেকে আন্দোলনের স্লোগান তোলা তার সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ২০১৪ সালে টেট পরীক্ষা দেন অভয়া। পাশও করেন। কিন্তু তার পর কেটে গিয়েছে দীর্ঘ নয় বছর। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও মেলেনি চাকরি।
নিজের হকের দাবিতে সেই থেকে লড়াই তার। লড়াই কিন্তু আজও থেমে যায়নি। বিয়ের মণ্ডপেও চাকরি না পাওয়ার যন্ত্রনা ভুলতে পারেননি অভয়া। সম্প্রতি পরিবারের তরফে ছাতনির বাসিন্দা রিন্টু দের সঙ্গে বিয়ে ঠিক হয় অভয়ার। আর সেই বিয়ের আসর থেকেই সহযোদ্ধারাদের সাথে স্লোগান মেলান অভয়া
এই অভিনব প্রতিবাদের বিষয় তিনি বলেন, ‘বিয়ে সবার জীবনে খুবই বিশেষ দিন। কিন্তু বেকারত্বের যন্ত্রণা এতটাই বেশি, সেই বিশেষ দিনেও তা ভুলে থাকতে পারিনি। ২০১৪ সালে টেট পাশ করেছিলাম। ২০২০ সালে মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘরে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কোনও কিছুই হয়নি। আমি তাও বিয়ের পিঁড়ি অবধি পৌঁছতে পেরেছি, অনেকে ভাবতেই পারে না এই কথা।’