বাংলাহান্ট ডেস্ক : সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে। প্রত্যেক দলই চাইছে যতটা সম্ভব প্রচার পর্ব এগিয়ে রাখা। দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদিও ব্যস্ত প্রচার অভিযানে। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে তিন দিনে চার রাজ্যে সফর করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসম পৌঁছেছেন শুক্রবার।
রাত্রিবাস করেন কাজিরাঙা জাতীয় উদ্যানে। তারপর আজ সকালে মোদিকে দেখা গেল জঙ্গল সাফারিতে।প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন। এর আগে আমরা তার বিভিন্ন প্রমাণ পেয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ঘুরে দেখেন কাজিরাঙা জাতীয় উদ্যান। পাশাপাশি আজ প্রধানমন্ত্রীকে হাতির পিঠে চড়তেও দেখা গেল।
আরোও পড়ুন : ব্রিটেনের বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট সিকিউরিটি গার্ডের মেয়ে! কুর্নিশ boAt কর্ণধারের
এই জঙ্গল সাফারিতে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। নরেন্দ্র মোদিকে অত্যাধুনিক ক্যামেরা হাতে ছবি তুলতেও দেখা গেল কাজিরাঙা জাতীয় উদ্যানে। কাজিরাঙা জাতীয় উদ্যানে প্রধানমন্ত্রী রাত্রিবাস করেন। সেখান থেকে আজ ভোর পাঁচটায় তিনি রওনা হন জঙ্গলের উদ্দেশ্যে। ঘুরে দেখেন বিভিন্ন জায়গা।
হাতিদের পিঠের চড়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি তাদের সাথে কিছু সময়ও কাটান প্রধানমন্ত্রী। নিজের হাতে আখ খাইয়ে দেন লখিমাই, প্রদ্যুম্ন এবং ফুলমাই নামের হাতিদের। প্রধানমন্ত্রী আজ প্রায় দু ঘন্টা সময় কাটান কাজিরাঙা জাতীয় উদ্যানে। ক্যামেরা হাতে আজ প্রধানমন্ত্রী যেন হয়ে উঠেছিলেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার।