সেতুতেই তৈরি হবে সৌরবিদ্যুৎ! দ্বারকায় দীর্ঘতম কেবল ব্রিজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, চমকে দেবে বৈশিষ্ট্য

বাংলা হান্ট ডেস্ক : আর মাস কয়েক পরেই বেজে উঠবে লোকসভা নির্বাচনের দামামা। তার আগে গুজরাট সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই সাথে তৈরি করলেন আরও এক ইতিহাস। উদ্বোধন করলেন দেশের সবচেয়ে দীর্ঘতম কেবল ব্রীজ। ওখা এবং ভেট দ্বারকাকে সংযুক্ত করেছে এটি। নামকরণ করা হয়েছে ‘সুদর্শন সেতু’ (Sudarshan Setu)।

ওখা এবং দ্বারকাকে সংযুক্ত করেছে এই সেতু। অভিনব ডিজাইনে তৈরি এই ব্রীজের পেছনে খরচ হয়েছে প্রায় ৯৮০ কোটি টাকা। ২.৩২ কিলোমিটার দীর্ঘ এই সুদর্শন সেতুর দুই পাশে রয়েছে ভগবত গীতার স্তোত্র এবং দুদিকেই রয়েছে কৃষ্ণের প্রতিকৃতি। চার লেনের এই সেতুর মধ্যেই রয়েছে ফুটপাত। সেতুর উপরে রয়েছে সোলার প্যানেল, যেখান থেকে প্রতিদিন ১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি হবে।

এই সেতুর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর নির্মাণ পদ্ধতি। কেবলের মাধ্যমে ঝোলানো এই সেতুর মত ভারতে আর দ্বিতীয়টি নেই। এতে করে দ্বারকা ও ভেট দ্বারকার মধ্যে যাতায়াতের সময়ও অনেকটা বাঁচবে। উপকৃত হবেন দেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী। কারণ এর আগে পুণ্যার্থীরা নৌকায় করে যাতায়াত করতেন। তবে এবার থেকে আর সেই সমস্যা রইলনা। পুণ্যার্থীরা অনায়াসেই এপার-ওপার করতে পারবেন।

আরও পড়ুন : ‘BJP পশ্চিমবঙ্গে ভালো ফল করবেই’, সন্দেশখালির প্রভাব ভোটবাক্সে? বড় মন্তব্য প্রশান্ত কিশোরের

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালের অক্টোবরে ২.৩ কিলোমিটার দীর্ঘ ওই সেতুর শিলান্যাস করেছিলেন মোদী। সেই সময়ই তিনি জানিয়েছিলেন, পুরনো দ্বারকা ও নতুন দ্বারকার মধ্যে সংযোগ স্থাপন হতে চলেছে এই সেতুর মাধ্যমে। তবে সেই সময় নাম রাখা হয়েছিল ‘সিগনেচার ব্রীজ। তবে পরে তা বদলে রাখা হয় ‘সুদর্শন সেতু’। ভগবান শ্রীকৃষ্ণের অস্ত্র সুদর্শন চক্রের নামেই নামাঙ্কিত।

আরও পড়ুন : ‘জমি নিয়ে থাকলে ফেরত দিন’, সন্দেশখালি কাণ্ডে অভিষেকের কড়া বার্তা, বিরোধীরা বলছে ‘ড্যামেজ কন্ট্রোল’

 

এখানে বলে রাখা ভালো ভেট দ্বারকা হল একটি দ্বীপ বিশেষ। ওখা বন্দরের কাছে অবস্থিত এই দ্বীপ তথা ভেট দ্বারকা এবং দ্বারকা শহরের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। এখানেই রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ মন্দির। এবার এই দুটি জায়গাকে এক সুতোয় বাঁধল ‘সুদর্শন সেতু’। উল্লেখ্য, এইদিন সেতু উদ্বোধনের পর প্রধানমন্ত্রী যাবেন শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ মন্দির দর্শনে।

আরও পড়ুন : বঙ্গে ফুটবে পদ্ম, শাসকদলকে ছাপিয়ে আসন দখল করবে বিজেপি! জনমত সমীক্ষায় বিরাট রদবদল

মোদীর দ্বারকাধীশ মন্দির দর্শনের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ভেট দ্বারকা মন্দিরের পুরোহিত জিগনেশ জোশী বলেন, ‘দ্বারকা মন্দির দর্শনে এই প্রথমবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবচেয়ে সুন্দর বিষয় হল, যে ব্রিজটি উদ্বোধন হচ্ছে সেটি ভগবান শ্রীকৃষ্ণের অস্ত্র সুদর্শন চক্রের নামে নামাঙ্কিত। সকলেই এটি মনে রাখবে। আমরা মোদীজির কাছে কৃতজ্ঞ। ভাষায় বর্ণনা করতে পারছি না আমাদের উচ্ছ্বাস। সমস্ত পুরোহিতের তরফ থেকে প্রধানমন্ত্রীর জন্য শুভেচ্ছা।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর