ইটালিতে কুকিং ডেট জোনাস দম্পতির। কী বানালেন? দেখুন

Published On:

বাংলা হান্ট ডেস্ক:ইতালিতে ধরা পরলো নিক এবং প্রিয়াঙ্কার কুকিং ডেটের ছবি।ফ্রান্সে দেবর জো জোনাস ও সোফি টার্নারের বিয়র অনুষ্ঠানের শেষে ইটালিতে ছুটি কাটাতে যান জোনাস দম্পতি।

ইটালিতে প্রিয়ঙ্কা ও নিককে রোম্যান্টিক মুডে সময় কাটাতে দেখা যায়।কুকিং ক্লাসে নিকের জন্য নিজে হাতে পাস্তা বানাতে দেখা যায় প্রিয়ঙ্কাকে। আর তার ভিডিও করেন তার মহাশয়।অন্যদিকে নিক ও পাস্তা বানায় যা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় পিগি চপস কে।

ভিডিওতে প্রিয়ঙ্কা বলে,, নিক তাঁর আশপাশে থাকলে তাঁর রান্না করতে ভালোই লাগে। কুকিং ক্লাসে পাস্তা বানান নিকও। কুকিং ক্লাসের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নিক জোনাস। ছবি-ভিডিও শেয়ার করে নিক লিখেছেন, “Date night cooking extravaganza.” অন্যদিকে, নিকের সঙ্গে ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, “This Cutie. কুকিং ডেট যে চুটিয়ে উপভোগ করছেন ক্যাপশন ই তা প্রমাণ করে।

X