বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইতিহাস লিখলেন মহারাষ্ট্রের সাঁতরার পর্বতারোহী প্রিয়াঙ্কা মোহিতে। ৫ই মে বৃহস্পতিবার তিনি প্রথমবারের মতো কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পৌঁছেছেন। সেই সঙ্গে সঙ্গে তিনি পরিণত হয়েছেন প্রথম ভারতীয় মহিলায় যিনি ৮০০০ ফুট বা তার বেশি উচ্চতাসম্পন্ন পর্বতশৃঙ্গ গুলিতে আরোহণ করেছেন। পৃথিবীতে মোট ৫টি এমন শৃঙ্গ রয়েছে এবং সবকটির শিখরই ছুঁয়েছেন প্রিয়াঙ্কা।
৩০ বছর বয়সী প্রিয়াঙ্কা ২০১৩ সালে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন। ২০২০ সালে তিনি “তেনজিং নোরগে অভিযান পুরস্কার”-এ ভূষিত হয়েছিলেন। তারপর এপ্রিলের ২০২১ সালে তিনি মাউন্ট অন্নপূর্ণা (৮০৯১ মিটার) জয় করেন।
ছোটবেলা থেকেই পর্বতারোহী হওয়ার ইচ্ছা ছিল প্রিয়াঙ্কার। তার বাবা ছোটবেলা থেকেই তাকে এই বিষয়ে উদ্বুদ্ধ করেছেন। ২০১৭-১৮ ক্রীড়া মরশুমে মহারাষ্ট্র সরকার তাকে শিব ছত্রপতি স্টেট অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত করে।
২০১৩ সালে এভারেস্ট বিজয়ের পর প্রিয়াঙ্কা ২০১৬-তে মাউন্ট মাকালু, ২০১৮-তে মাউন্ট লোৎসের শৃঙ্গ জয় করেন। এছাড়া তিনি আফ্রিকার বিখ্যাত পর্বতমালা মাউন্ট কিলিমাঞ্জারোর শিখরও ছুঁয়েছেন ২০১৬ সালে।