পর্দায় ফিরছে প্রসেনজিৎ-রচনা জুটি, বড়সড় চমকের প্রতিশ্রুতি দিলেন বুম্বা দা!

বাংলাহান্ট ডেস্ক: নয়ের দশকে টলিউডের জনপ্রিয় জুটি বলতেই উঠে আসে প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্তের নাম। ইন্ডাস্ট্রির এভারগ্রিন জুটি তাঁরা। কিন্তু প্রসেনজিতের আরেক নায়িকার নাম না করলেই নয়। তিনি রচনা বন্দ‍্যোপাধ‍্যায় (Rachana Banerjee)। বাংলা ছবির দর্শকদের বহু সুপারহিট ছবি উপহার দিয়েছে এই জুটি। অনেক বছর পর আবারো পর্দায় ফিরতে চলেছেন প্রসেনজিৎ রচনা একসঙ্গে।

অন‍্যরা এখনো চুটিয়ে অভিনয় করে চললেও রচনা অনেকদিন হল অভিনয় থেকে বিরতি নিয়েছেন। তিনি এখন পুরো দস্তুর সঞ্চালিকা। ‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চ সামলাচ্ছেন দক্ষ হাতে। সিজনের পর সিজন পার করছেন। তবে অভিনয় থেকে দূরে সরলেও ইন্ডাস্ট্রিকে কিন্তু দূরে সরাননি রচনা। টলিউডের হাল হকিকত তাঁর নখ দর্পণে।

IMG 20220607 011152
তবে এবার বহু বছর পর নিজের নায়কের সঙ্গে পুনর্মিলিত হতে চলেছেন রচনা। আগামী ১৪ জুন একসঙ্গে পর্দায় আসছেন প্রসেনজিৎ রচনা। বড়সড় কোনো চমক যে আসতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। আগেভাগেই দর্শকদের উন্মাদনা একটু বাড়িয়ে দিলেন সুপারহিট জুটি।

না, বড়পর্দায় এখনি ফিরছেন না তাঁরা। তবে রচনার জন‍্য বড়পর্দা ছেড়ে ছোটপর্দায় এসেছেন প্রসেনজিৎ। আগামী ১৪ জুন তিনি আসতে চলেছেন জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’এ। ৬ জুন চ‍্যানেলের তরফে সোশ‍্যাল মিডিয়া লাইভে এসে চমকে দিলেন দুজনেই।

দীর্ঘ ১১ বছর পর দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে প্রসেনজিৎ। পুরনো দিনের কথা মনে করে দুজনেই আবেগঘন হয়ে পড়েছিলেন। প্রসেনজিৎ জানান, তিনি ও রচনা একসঙ্গে ৩৫ টি ছবিতে অভিনয় করেছেন। এবার দিদি নাম্বার ওয়ানের দৌলতে ফের একসঙ্গে এলেন তাঁরা।

1562730210 prosenjitsocial
আসলে আগামী ১৭ জুন সিনেমা হলে মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ ও দিতিপ্রিয়া রায় অভিনীত ‘আয় খুকু আয়’। সেই ছবির প্রচারেই দিদি নাম্বার ওয়ানে আসতে চলেছেন বুম্বা দা। এর আগে ‘দাদাগিরি’র গ্র‍্যান্ড ফিনালে তে এসে ছবির প্রচার করেছেন দুজনে। প্রতিযোগীদের সঙ্গে খেলেওছেন। এবার তিনি আসতে চলেছেন দিদি নাম্বার ওয়ানে। সেখানে কি চমক অপেক্ষা করে সেটা এবার দেখার।

Niranjana Nag

সম্পর্কিত খবর