‘সিনেমা তো শুধু বিনোদন দেয় না’, ট্রোলের মুখে পড়ে উত্তরবঙ্গের পাশে প্রসেনজিৎ-ঋতুপর্ণা-দেব

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বড় বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টায় রয়েছে উত্তরবঙ্গ (North Bengal)। বানভাসি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় চতুর্দিকে ধ্বংসলীলা চালিয়েছে প্রকৃতি। মৃত্যু হয়েছে অনেকের। এমন পরিস্থিতিতে কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালের জন্য সমালোচনার মুখে পড়েছে টলিউড তারকারা। তবে এবার বিপর্যস্ত উত্তরবঙ্গের (North Bengal) জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেল টলি তারকাদের।

উত্তরবঙ্গের (North Bengal) পাশে দাঁড়াল টলিউড ইন্ডাস্ট্রি

সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একটি পোস্ট যা শেয়ার করতে দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ টলিপাড়ার একাধিক তারকাদের। সেখানে লেখা রয়েছে, ‘দুর্গাপুজোর বাংলা সিনেমা মানুষকে আনন্দ দিতে পেরেছে, কিন্তু প্রকৃতি সেই উদযাপনে বাধা দিয়েছে।’

Prosenjit dev stood beside north bengal flood hit people

কী লিখেছেন প্রসেনজিৎ: আরও লেখা রয়েছে, ‘আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি। এই সময়ে আমরা হাতে হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি। কারণ উত্তরবঙ্গের (North Bengal) মানুষদের ছাড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ। সিনেমা শুধু বিনোদন দিতে পারে, এমন তো নয়। সিনেমা ভরসাও দিতে পারে’।

আরও পড়ুন : চিতল নয়, ভাইফোঁটায় চেখে দেখুন চিংড়ির মুইঠ্যা, সঙ্গে হোক কাশ্মীরি ইলিশের যুগলবন্দি, রইল রেসিপি

ত্রাণ পাঠিয়েছেন দেব: উত্তরবঙ্গে (North Bengal) ত্রাণ পাঠালেন অভিনেতা সাংসদ দেবও। সেই ত্রাণের কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘উত্তরবঙ্গের এই কঠিন সময়ে আমি পাশে আছি, প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক ও এই কঠিন সময় খুব তাড়াতাড়ি কেটে যাক। বাংলা চলচ্চিত্র জগতের অনেকেই বলেছেন যে তারা উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে থাকবেন।’

আরও পড়ুন : বিয়ের নামগন্ধ নেই, বাবা কবে হতে চান? প্রশ্ন শুনেই যা বললেন দেব…

উত্তরবঙ্গের (North Bengal) এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রও। নিজের আসন্ন ছবিতে টিজার লঞ্চ পিছিয়ে দিয়েছেন তিনি। সোমবারই উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানা গিয়েছে।