RG Kar কাণ্ডে বিতর্কের পর, সোশ্যাল মিডিয়ায় ডিপি কালো করে নীরব প্রতিবাদ সৌরভের

বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েকদিন ধরেই বিতর্কে জড়িয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। আরজি করের (RG Kar) তরুণী চিকিৎসকের নির্মম হত্যা-ধর্ষণের ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বিতর্কে (Controversy) সৃষ্টি করেছেন স্বয়ং দাদা। দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সৌরভের মন্তব্য শুনে কার্যত স্তম্ভিত হয়ে পড়েছিলেন রাজ্যবাসী।

সোশ্যাল মিডিয়ায় ডিপি ব্ল্যাক করলেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)

এক মেয়ের বাবা হয়ে সৌরভের (Sourav Ganguly) মুখে এমন কথা শুনে ব্যক্তিগত আক্রমণও করেছেন কেউ কেউ। আমজনতার পাশাপাশি বাংলার এই আইকনকে ছেড়ে কথা বলেননি সেলিব্রেটিরাও। সোশ্যাল মিডিয়াতেও প্রিন্স অফ ক্যালকাটাকে বিদ্রুপ করে উপচে পড়ে নানান মন্তব্য। আর এবার এই সোশ্যাল মিডিয়াতেই (Social Media) নীরব প্রতিবাদ করলেন সৌরভ।

এক্স হ্যান্ডেল থেকে শুরু করে ইনস্টাগ্রাম এমনকি নিজের হোয়াটসঅ্যাপ ডিপিও ব্ল্যাক (Dp Black) করে দিয়েছেন তিনি। আরজিকর কান্ডের প্রতিবাদে এভাবেই সোশ্যাল মিডিয়ায় নীরব  প্রতিবাদে সামিল হয়েছেন সৌরভ। তাঁর  মতোই সোশ্যাল মিডিয়ার ডিপি ব্ল্যাক করেছেন তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীও। আরজিকরের তরুণীর নৃশংস হত্যার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌরভ অপরাধীদেরকড়া শাস্তির দাবি করার পাশাপাশি ঘটনাটিকে অত্যন্ত ভয়ানক বলেও ব্যাখ্যা করেছিলেন।

আরও পড়ুন : ‘অভিশপ্ত’ সেমিনার হল নিয়ে হাড়হিম করা তথ্য সামনে আনল CBI, আর জি কর কাণ্ডে ঘুরল মোড়

এছাড়াও তাঁর কাছে যখন জানতে চাওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে মেয়েদের নিরাপত্তা সম্পর্কে তখন তিনি বলে বসেন, ‘একটি দুর্ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়।’ এমন একটি সংবেদনশীল বিষয়ে তাঁর  মুখে এমন কথা শুনে চারিদিকে ছি ছি পড়ে যায়। সেইসাথে শুরু হয় তুমুল  সমালোচনা।

Sourav 3

তিলোত্তমার এই নির্মম হত্যাকে ‘দুর্ঘটনা’ বলায় ক্ষোভে ফেটে পড়েছিলেন রাজ্যবাসী। যদিও পরে নিজের মন্তব্যের ব্যাখ্য দিতে শোনা যায় সৌরভ গাঙ্গুলিকে। নিজের করা মন্তব্যের জন্য তুমুল  সমালোচনার মুখে পড়ার পর এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদেই সোশ্যাল মিডিয়ায় ডিপি ব্লক করে দিয়েছেন মহারাজ।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর