বাংলা হান্ট ডেস্ক:পুজোর বাকি আর মাত্র কিছুদিন। কিছুদিন পর উমা আসবে ঘরে,শোভাবাজার ঠাকুর দালানেও প্রস্তুতি তুঙ্গে।এমন সময় এক নতুন পাঠ শুরু হলো শোভাবাজার রাজবাড়ি তে।অভিযোগ, অনেক সময় ভুল মন্ত্র পরেই পুজো করে যান পুরোহিতরা। পেশাদার পুরোহিতরাও স্বীকার করছেন, বাজারে ভুয়ো পুরোহিতদের কথা।এবার এই ঘটনা রুখতে শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালানে পুজো শেখার নতুন পাঠ। যেসব পুরোহিতরা ভুল মন্ত্র পরেই পুজো করে যান তাঁদের ধরতেই এই শিক্ষা ব্যবস্থা।
অন্যান্য বছরের মতো এবারও দেবদের বাড়িতে পুরোহিতদের প্রশিক্ষণের আয়োজন করেছিল সর্ব ভারতীয় প্রাচ্যবিদ্যা আকাদেমি।তবে এবছর দেখা গেছে অনেক শিক্ষার্থীও শিখতে চাইছেন পুজোর পাঠ।মহিলারাও অংশ নিয়েছে এই প্রশিক্ষণে।