বাংলা হান্ট ডেস্ক : দেশে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। করোন ভাইরাসের জেরে গত 24 মার্চ থেকে গোটা দেশজুড়ে লোকজনের নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তে তার পাশে রয়েছে রাজ্য সরকারও।
পুলিশি পাহারায় রাজ্যে চলছে লকডাউন। সরকারের তরফ থেকে বলা হয়েছে, জরুরি পরিষেবায় নিযুক্ত কর্মীরা ছাড়া অন্য কেউ যেন রাস্তায় না বের হয়। কিংবা কেউ যদি ওষুধ কিনতে যাচ্ছি বলেও বাড়ি থেকে বেরোয় তাহলে তাকে দেখাতে হবে প্রেসক্রিপশন।
কিন্তু এই লকডাউন চলাকালীনই অন্য এক ঘটনার সাক্ষী থাকলেন পুলিশ প্রশাসন। সম্প্রতি, পুরুলিয়ায় ১ বাইক আরোহীকে আটক করে পুলিশ। ওই বাইক আরোহী কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করায় তিনি উত্তর দেন ‘ওষুধের দোকানে ‘।যদিও ওই বাইক আরোহীর কাছে হেলমেট, গাড়ির কাগজপত্র, মাস্ক সবই ছিল। ছিল না শুধু প্রেসক্রিপশন।
প্রশ্নের সঠিক উত্তর না পেয়ে পুলিশ লাঠি তুলতেই ওই যুবক পুলিশ কে থামিয়ে বলেন, ‘ ওষুধের দোকানে তিনি কন্ডোম কিনতে যাচ্ছেন’। এবং পুলিশকে পাল্টা প্রশ্ন করেন,’ আপনি কি কনডম কিনতে প্রেসক্রিপশন নিয়ে যান? এটা সেল্ফ প্রেসক্রিপশন জরুরী পরিষেবা আর কন্ডোম জরুরী পরিষেবার মধ্যেই পড়ে।” ছেলেটি যে ভুল কথা বলেনি এবং যুক্তি দিয়ে বুঝিয়েছে তা বুঝতে পেরেই ওই যুবককে কোনরকম প্রেসক্রিপশন ছাড়াই ছাড়তে বাধ্য হয় পুলিশ।