রেশনে সামগ্রী বিতরণের নিয়মে আমূল পরিবর্তন! দেখে নিন কী কী পাবেন এবার

বাংলাহান্ট ডেস্ক : দেশের সব মানুষের মুখেই অন্ন তুলে দেওয়ার জন্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে রেশন ব্যবস্থা (Ration)। দেশের একেবারে নিম্নবিত্ত থেকে শুরু করে যাদের যাদের প্রয়োজন তারা এই রেশন কার্ডের মাধ্যমে তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে নিতে পারেন। কার্ডের প্রকার ভেদ অনুসারে বিভিন্ন পরিমাণে রেশন সামগ্রী পান আমজনতা। এবার, সেই রেশন সামগ্রী পাওয়ার পরিমাণের ক্ষেত্রেই বদল আসতে চলেছে।

চলতি বছর থেকেই কোন উপভোক্তারা কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ্যে এসেছে। রাজ্য (Government of West Bengal) খাদ্য দপ্তরের (Department of Food and Supplies) তরফে জনসাধারণের জন্য বরাদ্দ চাল-গমের পরিমাণে কিছু কিছু পরিবর্তন করা হয়েছে। রাজ্য সরকারের খাদ্য দপ্তরের তরফ থেকে দেওয়া নির্দেশিকা অনুযায়ী, অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) কার্ডে একটি পরিবার বিনামূল্যে মাসে ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা ১৪ কেজি গম পাবেন। পাশাপাশি ১৩.৫০ কেজি দরে মিলবে চিনি।

এর পাশাপাশি, RKSY-1 কার্ডধারীরা মাথাপিছু পাঁচ কেজি করে চাল পাবেন। অন্যদিকে RKSY-2 কার্ড যাদের কাছে রয়েছে তাদের জন্য মাথাপিছু দু’কিলো করে চাল বরাদ্দ করা হয়েছে। এছাড়া, মাথাপিছু ৩ কেজি করে চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম করে আটা বা ২ কেজি করে গম পাবেন অগ্রাধিকার প্রাপ্ত (PHH) কার্ড আছে এমন ব্যক্তিরা। যাদের কাছে বিশেষ অধিকারপ্রাপ্ত (SPHH) কার্ড রয়েছে তারাও অগ্রাধিকার প্রাপ্ত (PHH) কার্ডের হারেই সামগ্রী পাবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, লকডাউন জারি হওয়ার সময় থেকেই কেন্দ্র এবং রাজ্য বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছিল। তবে, এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, রাজ্য খাদ্য দপ্তরের তরফে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও, রেশন ডিলাররা গ্রাহকদের প্রাপ্যের তুলনায় কম সামগ্রী দিলে গ্রাহকরা 1967 নম্বরে ফোন করা বা helpdesk.wbfood.in –এ অভিযোগ জানাতে পারেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর