১৮ বছর হলেই এই জিনিসটা দেওয়ার জন্য পাগল হয়ে ওঠে মেয়েরা! উত্তর জানলে চমকে উঠবেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আজকাল নেট মাধ্যমে চাকরির ইন্টারভিউয়ের বিভিন্ন প্রশ্ন ও উত্তর ভাইরাল হচ্ছে। চাকরির পরীক্ষায় ইন্টারভিউ (Interview) গুরুত্বপূর্ণ একটি অংশ। লিখিত পরীক্ষার পর ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের গুণাবলী বিচার করেন পরীক্ষকরা। এই ইন্টারভিউয়ে অনেক সময় সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়।

আবার এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যা আমাদের বিভ্রান্ত করে। আসলে পরীক্ষকরা আমাদের উপস্থিত বুদ্ধি সম্পর্কে অবগত হওয়ার জন্য এই ধরনের প্রশ্ন করে থাকেন। এসব প্রশ্নগুলির উত্তর হয় খুবই সহজ। কিন্তু অনেক সময় আমাদের উপস্থিত বুদ্ধির অভাবে আমরা এই প্রশ্নগুলির উত্তর দিতে পারি না। আজ আমরা এমনই কিছু প্রশ্ন ও তার উত্তর জেনে নেব যা চাকরির ইন্টারভিউয়ে ধরা হতে পারে।

 

1. প্রশ্ন: এমন কী জিনিস যা উপর-নীচে হয়, কিন্তু হেলে না! উত্তরঃ তাপমাত্রা।

2. প্রশ্ন: আপনি কি বুধবার, শুক্রবার বা রবিবার ব্যবহার না করে পরপর তিন দিন বলতে পারেন?উত্তর: গতকাল, আজ এবং আগামীকাল।

3. প্রশ্নঃ জেমস বন্ডকে প্যারাস্যুট ছাড়াই বিমান থেকে ফেলে দেওয়া হয়েছিল। তিনি বেঁচে যান কিভাবে? উত্তর: বিমানটি রানওয়েতে ছিল।

4. প্রশ্নঃ সেই জিনিসটি কী যা একজন মহিলা দেখায় এবং একজন পুরুষ লুকিয়ে রাখে?উত্তরঃ পার্স।

5. প্রশ্ন: একজন মানুষ 10 দিন না ঘুমিয়ে কীভাবে বেঁচে থাকবে? উত্তরঃ রাতে ঘুমানোর মাধ্যমে।

interview job questions

6. প্রশ্ন: ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে ছিলেন? উত্তর:- আন্না রমজান মালহোত্রা।

7. প্রশ্ন: কী এমন জিনিস আছে যা ঘুমানোর সাথে সাথে পড়ে যায় এবং ঘুম থেকে উঠলে উঠে যায় ?উত্তরঃ চোখের পাতা।

8. প্রশ্নঃ কেন আমরা জল পান করি? উত্তর: কারণ আমরা জল খেতে পারি না।

9. প্রশ্নঃ যে জিনিসটি মাসে একবার আসে এবং 24 ঘন্টা পূর্ণ হলে চলে যায় তাকে কী বলে? উত্তরঃ তারিখ।

10. প্রশ্নঃ কোন জিনিসটা মেয়েরা ১৮ বছর হলেই দেওয়া জন্য পাগল হয়ে ওঠে? উত্তরঃ ভোট দেওয়ার জন্য (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X