সন্দীপের বয়ানে একাধিক অসঙ্গতি…! আজই গ্রেফতার হবেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ?

বাংলা হান্ট ডেস্কঃ আরজিকর (R G Kar) কাণ্ডে সিবিআই এর ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh former principal of R G Kar)। শুক্রবারের পর শনিবারও সন্দীপ ঘোষকে জেরা করে চলেছে সিবিআই। শুক্রবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপকে মাঝরাস্তা থেকে পাকড়াও করে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এরপর রাত দেড়টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান তিনি। সূত্রের খবর, গতকালকের জেরাতে সন্দীপের বয়ানে অসঙ্গতি পেয়েছিল সিবিআই।

আর জি কর কাণ্ডে সন্দীপের বয়ানে একাধিক অসঙ্গতি (R G Kar)

সূত্র মারফত জানা যাচ্ছে, তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার (Doctor Rape and Murder Case) এর আগে হাসপাতালের যেসব কর্মীদের সিবিআই জেরা করেছে, তাদের সঙ্গে সন্দীপবাবুর বয়ানে ফাঁক ছিল। সেই কারণেই এদিন ফের তাকে তলব করা হয়েছে।

   

জানা যাচ্ছে ঠিক কোন অবস্থায়, কীভাবে ওই তরুণীর দেহ মিলেছিল? এই প্রশ্ন করা হয়েছিল আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে। পুলিশ যাওয়ার আগে কার নির্দেশে মৃত চিকিৎসকের পরিবারের কাছে আত্মহত্যার কথা দাবি করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার? পাশাপাশি সন্দীপ ঘোষ ইনকোয়েস্ট রিপোর্ট দেখেছেন কী না সেই প্রশ্নও করা হয়েছে বলে সূত্রের খবর।

হাইকোর্টের নির্দেশে নারকীয় এই ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে যেতেই কোমর বেঁধে ময়দানে নেমেছে এজেন্সি। ঘটনার রাতে কে কোথায় ছিল, তা জানতে আগেই হাসপাতালের রেজিস্টার বাজেয়াপ্ত করেছিলেন গোয়েন্দারা। ডিউটিতে থাকা স্টাফদের সঙ্গেও কথা বলা হয়। সূত্রের খবর, সেই জেরা থেকে যে সব তথ্য উঠে আসছে, তার সঙ্গে আর জি করের প্রাক্তন অধ্যক্ষের কিছু বয়ানে অসঙ্গতি মিলছে।

গত ৮ আগস্ট, মারা যাওয়ার দিন নাইট শিফটে ছিলেন তরুণী চিকিৎসক। হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর দেহ যখন উদ্ধার করা হয়েছিল, তখন পরনের পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল। সেমিনার হলে ছিল না কোনো সিসিটিভি ক্যামেরা। তরুণী চিকিৎসকের দুই চোখ, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছিল। যৌনাঙ্গে ও গলায় ছিল ক্ষত। আঘাতের চিহ্ন ছিল মুখে, পায়ে, নখে, পেটে, হাতে, ঠোঁটে।

r g kar

আরও পড়ুন: ‘নির্যাতিতার ফাঁসি হোক..,’ আর জি কর কাণ্ডে ভরা সভায় ‘ভুল’ স্লোগান মমতার, দাবি উঠল পদত্যাগের

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, শ্বাসরোধ করে খুন করা হয়েছিল তরুণী চিকিৎসককে। ইতিমধ্যেই এই ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আরও কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর