বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাস নিয়ে সারা দুনিয়া নাজেহাল। আর এর জেরে গোটা দেশ লকডাউন। আর এই লকডাউনের ফলে (Lockdown) স্তব্ধ গোটা দেশ। কেবল ভারত নয়, গোটা বিশ্বই এই মুহূর্তে করোনা আতঙ্কে কাঁপছে। এরই মধ্যে শোনা যাচ্ছে, চিনে নাকি আবার বাদুড়, বিড়াল, কুকুর, ব্যাঙের মাংস বিক্রি হওয়া শুরু হয়েছে।
Humans won’t learn their lessons,however hard the sacrifices and price to pay was. Gone back to their barbaric practices . #china worlds worst country for animal abuse and wildlife crime . https://t.co/mrfJElrJ0q
— Raveena Tandon (@TandonRaveena) March 30, 2020
বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Raveena Tandon) এক টুইটে এমনই দাবি করেছেন। তাঁর এই টুইট আলোড়ন ফেলে দিয়েছে। তিনি তাঁর টুইটে লেখেন, মানুষ এখনও শিক্ষা নিতে পারেনি। রবিনা একটি টুইটকে রিটুইট করে লেখেন, ‘‘মানুষ এখনও শিক্ষা নিতে পারেনি। অথচ এর কত বড় মূল্য চোকাতে হয়েছে। আবারও তারা বর্বর অভ্যেসের দিকে ঝুঁকল ওরা। চিন গোটা দেশে প্রাণী নির্যাতন ও বন্য জীবনের অপরাধের জন্য সবচেয়ে বড় দেশ।”
দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২৭৩। তবে্ আশার কথা ১০৪ জন আক্রান্ত এরই মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাত আটটার সময় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় দেশব্যাপী ২১ দিনে লকডাউনের ঘোষণা করেন। গত ডিসেম্বরে চিনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ার গোটা বিশ্বে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসের দাপট।