ছোট থেকেই ছিলেন গ্ল্যামারাস, রচনা বন্দ্যোপাধ্যায়ের এই বিরল ছবিটি দেখেছেন?

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যে কজন অভিনেত্রী পেয়েছে তাদের মধ্যে সৌন্দর্য্য এবং অভিনয় দক্ষতার দিক দিয়ে প্রথম সারিতেই নাম থাকবে রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee)। এক সময়ে টলিউডের সবথেকে জনপ্রিয় নায়িকাদের তালিকায় উঠে আসত তাঁর নাম। বাংলা থেকে ওড়িয়া ইন্ডাস্ট্রি পর্যন্ত ছড়িয়েছিল তাঁর খ্যাতি। এখন আর বড়পর্দায় দেখা যায় না বটে রচনাকে, কিন্তু ছোটপর্দায় যে মাইলফলক তৈরি করেছেন তিনি তাও প্রশংসার যোগ্য।

অনেক কম বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন রচনা। পিতৃদত্ত নাম ঝুমঝুম হলেও ইন্ডাস্ট্রিতে এসে সেই নাম বদলে রচনা রাখতে হয় তাঁকে। নাম মাহাত্ম্যেই হোক বা অভিনয় দক্ষতায়, রচনার খ্যাতি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। বিশেষ করে ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর জনপ্রিয়তা ছিল দেখার মতো।

rachana

কিন্তু পরবর্তীকালে ওড়িয়া ছবি ছেড়ে বাংলাতেই মন দেন রচনা। টলিউডে এসেও খুব কম সময়ের মধ্যেই জাঁকিয়ে বসেছিলেন তিনি। কাজ করেছেন তখনকার প্রায় সমস্ত লিডিং হিরোদের সঙ্গেই। রচনা প্রসেনজিৎ জুটি ঝড় তুলেছিল টলিউড বক্স অফিসে।

সে সব অবশ্য এখন অতীত। অনেক বছর হয়ে গেল সিনেমা করা ছেড়ে দিয়েছেন রচনা। পাকাপাকি ভাবে আপন করে নিয়েছেন ছোটপর্দাকে। ‘দিদি নাম্বার ওয়ান’ তাঁকে ছাড়া অচল। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন তিনি। এবার এই সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল রচনার একটি অদেখা ছবি।

ছবিটি অভিনেত্রীর ছোটবেলার। তিনি অভিনয় জগতে পা রাখার আগের ছবি এটি। বাবা মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন রচনা। তাঁর পরনে একটি প্রিন্টেড জামা। কাঁধ পর্যন্ত কাটা ছোট চুল। অনেকটা সময় পেরিয়ে গেলেও কিশোরী বয়সের সঙ্গে এখনকার রচনার অনেক মিল রয়েছে বলেই মন্তব্য করেছেন নেটিজেনরা।

rachana

পঞ্চাশ ছুঁইছুঁই বয়স এখন রচনার। এখনও সমান তালে কাজ করে যাচ্ছেন তিনি। নিজেকে কাজের মধ্যেই ব্যস্ত রাখেন অভিনেত্রী। আর সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। বন্ধুবান্ধবদের সঙ্গে দেশ বিদেশ ঘুরে বেড়ান রচনা। সঙ্গে যায় তাঁর একমাত্র ছেলে প্রণীলও। নিজে রোজগার করে শুধু বিলাসবহুল জীবনযাত্রা বজায় রাখা নয়, ছেলেকেও বড় করছেন রচনা। তাই অনেকের কাছেই তিনি অনুপ্রেরণা।

Niranjana Nag

সম্পর্কিত খবর