টলিউডে দুঃসংবাদ, বাবাকে হারালেন রচনা বন্দ‍্যোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: পিতৃহারা হলেন অভিনেত্রী সঞ্চালিকা রচনা বন্দ‍্যোপাধ‍্যায় (rachana banerjee)। সোমবার সকালে প্রয়াত হন অভিনেত্রীর বাবা রবীন্দ্রনাথ বন্দ‍্যোপাধ‍্যায়। দীর্ঘ রোগভোগের পর সোমবার রচনার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

জানা যাচ্ছে, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর বাবা। রবিবার রাতে অবস্থার কিছুটা বাড়াবাড়ি হয়। সোমবারই যে তিনি চলে যাবেন তা ভাবতে পারেননি রচনা। ছেলে বাদে বাবাই সবকিছু ছিলেন অভিনেত্রীর কাছে। মেয়েকে সঠিক শিক্ষায় শিক্ষিত করেছিলেন তিনি। রচনার জীবন দর্শন বাবার হাত ধরেই।

Rachu
দিদি নাম্বার ওয়ানে রচনার সঞ্চালনার প্রশংসা করেন সকলেই। তারকা হয়েও মাটির কাছাকাছি থাকার জন‍্য সবার কাছে প্রিয় রচনা। এই শিক্ষাও বাবার কাছেই পাওয়া তাঁর। অভিভাবকের থেকে বাবা তাঁর কাছে বন্ধু ছিলেন বেশি। স্বাভাবিক ভাবেই বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন রচনা। সোমবারই অভিনেত্রীর বাবার শেষকৃত‍্য সম্পন্ন হয়েছে বলে খবর।

এখন আর অভিনয় না করলেও দিদি নাম্বার ওয়ানে সঞ্চালনা করছেন রচনা। জি বাংলায় প্রতিদিন বিকেল পাঁচটায় সম্প্রচারিত হয় দিদি নাম্বার ওয়ান। যত দিন যাচ্ছে এই রিয়েলিটি শোটি মানুষের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিচ্ছে। শুধুমাত্র খেলা ও উপহার দেওয়াই নয়, এই শো তে এসে নিজেদের সুখ দুঃখের কথা, নিজেদের জীবন সংগ্রাম তুলে ধরেন প্রতিযোগীরা।

এখন অভিনয়ে তেমন দেখা না গেলেও একটা সময় টলিউডের অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন রচনা। প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়, মিঠুন চক্রবর্তী, চিরঞ্জিতের সঙ্গে দুরন্ত অভিনয় করে বহু হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। আগের নাম বদলে রচনা নামে খ‍্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর