বাংলাহান্ট ডেস্ক: গত কয়েকদিন ধরে ভুয়ো ভ্যাকসিন (fake vaccine) কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের কারসাজি ধরা পড়ে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর তৎপরতায়। কিন্তু তিনি নিজে ফাঁদে পা দিয়ে নিয়ে ফেলেছেন ভুয়ো ভ্যাকসিন। অপরদিকে এই চক্রের মূল পাণ্ডা দেবাঞ্জন দেবের গ্রেফতারির পর একের পর এক বিষ্ফোরক তথ্য উঠে আসছে। একাধিক তৃণমূল নেতামন্ত্রীদের সঙ্গে প্রকাশ্যে এসেছে ধৃত দেবাঞ্জন দেবের ছবি।
এই প্রসঙ্গেই এবার পরোক্ষে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করলেন অভিনেত্রী র্যাচেল হোয়াইট (rachel white)। বিজেপি (bjp) ঘনিষ্ঠ হিসেবে র্যাচেলের পরিচিত আছে। বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিজেপিকে তিনি সমর্থন করেন বলে কানাঘুঁষো টলিপাড়ায়। র্যাচেলের সোশ্যাল মিডিয়া দেখলেও অবশ্য তেমনি আভাস মেলে। মাঝে মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করে টুইট করতে দেখা যায় তাঁকে।
এবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে রাজ্য সরকারকে পরোক্ষে কটাক্ষ করে র্যাচেল লিখেছেন, ‘বাংলার মানুষ বহিরাগত ভ্যাকসিন নেবে কেন? তাই বাংলা নিজেই ভ্যাকসিন তৈরি করে নিয়েছিল, তাতে এত হৈ হৈ করার কি আছে’। র্যাচেলের এই টুইটটি ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে।
https://twitter.com/whitespeaking/status/1409093060101697552?s=19
অনেকেই পালটা সমালোচনা করেছে অভিনেত্রীর। মহামারির মতো একটা বিষয় নিয়ে ব্যঙ্গ তামাশা করা উচিত নয়, র্যাচেলকে মনে করিয়ে দিয়েছে অনেকেই। অভিনেত্রী যদি পারেন তবে সাহায্য করুন, নয়তো সমালোচনা করবেন না, সাফ জানিয়ে দিয়েছেন কয়েকজন নেটনাগরিক। এমনকি র্যাচেলকে ‘বিজেপির দালাল’ কটাক্ষও শুনতে হয়েছে।
এর আগেও বিজেপির হয়ে সরব হয়েছিলেন র্যাচেল হোয়াইট। একুশের বিধানসভা নির্বাচনের পর বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেত্রী। টুইটে তিনি লেখেন, ‘আমি ব্যক্তিগত ভাবে চিনি এমন একজনের অভিজ্ঞতা, বিজেপি সমর্থকদের গায়ে ফুটন্ত জল ছুঁড়ে মারা হচ্ছে। এগুলো রিপোর্ট করা হবে না। বন্ধুদের সুরক্ষার জন্য নাম নিলাম না। একটা দলের প্রতি ঘৃণা থাকার জন্য মানুষের ক্ষতি করাটা ভুল বিবেচনা।’
প্রসঙ্গত, মূলত মুম্বইয়ের বাসিন্দা হলেও কলকাতায় নিয়মিত যাতায়াত র্যাচেল হোয়াইট। বেশ কয়েকটি বাংলা ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ র্যাচেল। সোশ্যাল মিডিয়াতেও বেশ ফ্যান।ফলোয়িং রয়েছে তাঁর।